ধাঁধা-৩৭
একটি ৬ ফুট লম্বা রশির মাথায় একটি ছাগল বাঁধা আছে। ছাগলটা থেকে ১৮ ফুট দূরে কিছু কাঠালপাতা রাখা আছে।
বলতে হবে ছাগলটা কিভাবে কাঠাঁলপাতা খাবে?
ধাঁধা-৩৮
কতর মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে?
ধাঁধা-৩৯
বোবার বউ মারা গেছে , কানাকে বিশ্বাস করাতে পারেনি।
কেন?
ধাঁধা-৪০
কোথায় অনেক মানুষ আছে, তারপর ও কেন যেন আপনার নিজেকে খুব একা মনে হয়।
বলুন তো আপনি কোথায় আছেন??
ধাঁধা-৪১
পাখা আছে পাখি নয়,
শুড় আছে হাতি নয়।
বলুন তো কি??
ধাঁধা-৪২
দিয়া শোয়, উঠে খোলে।
কি?
ধাঁধা-৪৩
তিন অক্ষরে নাম তার শয়নের সাথী,
শেষ অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকে।
ধাঁধা-৪৪
ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি?
ধাঁধা-৪৫
কোন প্রশ্নে উত্তর কখনও 'হ্যা' হয় না?
ধাঁধা-৪৬
কাকে আমরা আমার বলি, কিন্তু আসলে তিনি সবার?
ধাঁধা-৪৭
তিন অক্ষরে নাম আমার
গাছ বাইতে রাজা,
শেষ অক্ষর বাদ দিলে
দেই পানিতে সাজা।
ধাঁধা-৪৮
চারটি পা তবু একবিন্দু নড়ি না
শক্ত চওড়া পিঠ,
দুটি হাত তবু কাজ করি না।
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব