ধাঁধা-২৫
আকাশেতে আছি আমি, পাতালেতে নাই,
কাননে আছি আমি, বনের ভিতর নাই।
কলকাতার মাঝে আমি থাকি দুই ঠাঁই,
ঢাকাতেও খুঁজে দেখো পাবে আমায়।
ধাঁধা-২৬
আছাড় দিলে ভাঙে না,
টিপ দিলে সয় না।
ধাঁধা-২৭
কোন সাঁতারু সাঁতার কাটলে চুল ভেজে না?
ধাঁধা-২৮
দাঁত থাকলেও খেতে পারে না কে?
ধাঁধা-২৯
কোন জিনিস কাটলে বড় হয় ?
ধাঁধা-৩০
কী টানলে ছোট হয় ?
ধাঁধা-৩১
কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?
ধাঁধা-৩২
কখন দুই যোগ দুই দশ হয় ?
ধাঁধা-৩৩
কোন ড্র্রেস পৃথিবীর সবার আছে কিন্তু কেউ গায়ে পারে না ?
ধাঁধা-৩৪
একটি কালো ট্রাক বনের মধ্য দিয়ে যাচ্ছিল।
ট্রাকের হেডলাইট নষ্ট হওয়ার কারনে তা বন্ধ ছিলো।
অমাবস্যা হওয়ায় চাঁদও উঠেনি।
একটা কুকুর হঠাৎ সামনে এসে পড়লো ট্রাকের।
ড্রাইভার দক্ষতার সাথে কুকুরটিকে পাশ কাটিয়ে চলে গেল।
প্রশ্ন হল, ড্রাইভার কি করে তাকে দেখলো।
(ভালো করে পড়ে উত্তর দেবেন)
ধাঁধা-৩৫
দুই পিতা এবং দুই পুত্র ডিম দিয়ে সকালের নাস্তা করছে। তারা সর্বমোট তিনটি ডিম খেলো। কিন্তু তারা প্রত্যেকেই একটা করে ডিম খেলো্। কিভাবে সম্ভব?
ধাঁধা-৩৬
বলুনতো কয়টি ফুল আছে?
যদি ২টা বাদে সবগুলোই গোলাপ, ২টা বাদে সবগুলোই জুঁই এবং ২টা বাদে সবগুলোই রজনীগন্ধা হয়।
১ম পর্ব
২য় পর্ব