ধাঁধা-১৩
নয়া জামাই গোসল করে,
টুপি থাকে মাথার পরে।
একশ কলস পানি দাও
তবু শুকনা তার গাও।
ধাঁধা-১৪
শুঁড় দিয়া কাজ করি, নাহি আমি হাতি।
পরহিতে খাটি সদা, তবু খাই লাথি।।
ধাঁধা-১৫
আল্লাহর কি কুদরত,
লাঠির ভিতর শরবত।
ধাঁধা-১৬
রামের বামে থাকে, সীতার ডানে
প্রত্যেক ঘরে থাকে, বলুন দেখি কি?
ধাঁধা-১৭
কাটলে বাঁচে, না কাটলে মরে
এমন সুন্দর ফুল কোন গাছে ধরে?
ধাঁধা-১৮
আন্দার ঘরে
বান্দর নাচে
না না করলে
আরও নাচে।
ধাঁধা-১৯
অতি ক্ষুদ্র জিনিসটা,
বহন করে মানুষটা।
ধাঁধা-২০
আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা,
পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা।
ধাঁধা-২১
আমি যখন এলাম, তুমি কেনো এলে না,
তুমি যখন এলে, কতো কি খেলে,
একবার গেলে, ফিরে তুমি এলে,
কিন্তু হিয়! বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে!
ধাঁধা-২২
আগায় খস খস গোড়ায় মৌ
যে বলতে না পারবে
সে রাম ছাগলের বউ
ধাঁধা-২৩
আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
একদিন দেখা হবে মরণের কালে।
ধাঁধা-২৪
আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে
তবু সবাই তারে ফল নাম বলে।
আগের পর্ব১ম পর্ব