
সমবয়সী শিশুরা যখন স্কুলে যাচ্ছে, খেলছে, তখন মালিহা ঘরের কোণে চুপচাপ বসে থাকে। ডাকলেও সাড়া দেয় না। হঠাৎ হঠাৎ রেগে যায়। প্রথম দিকে মালিহার মা-বাবা বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে এক প্রতিবেশীর পরামর্শে তাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। জানতে পারেন, মালিহা অটিজমে আক্রান্ত। অবশেষে ভর্তি করানো হয় অটিস্টিক স্কুলে। বিশেষ শিক্ষাপদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে মালিহা অনেকটা স্বাভাবিক হয়ে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, আমাদের দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী; যাদের অধিকাংশই অটিস্টিক শিশু।
অটিজম প্রতিষ্ঠান স্কুল ফর গিফটেড চিলড্রেনের পরিচালক মারুফা হোসেন জানান, বিশেষ পদ্ধতিতে শিক্ষা এবং অকুপেশনাল থেরাপির মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে।
প্রতিবন্ধীদের জন্য স্কুল
বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের কল্যাণী স্কুলের অধ্যক্ষ মমতাজ বেগম নিলু জানান, এখন প্রতিবন্ধীদের জন্য অনেক স্কুল আছে।
১৯৭৭ সাল থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কাজ করছে ব্যাপটিস্ট সংঘ স্কুল। এ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ রুথ মিত্রা জানান, সাধারণত দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। ডেফ চিলড্রেনস ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান (শিক্ষা) নিগার সুলতানা বলেন, যারা মূক-বধির, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী তাদের শিক্ষা দেওয়া হয় সাইন ল্যাঙ্গুয়েজ ও অডিটরি ওরাল মেথডের মাধ্যমে।
বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (কল্যাণী স্কুল)
মানসিক, শারীরিক ও অটিস্টিক শিশুদের এখানে শিক্ষা দেওয়া হয়। গরিবরা বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পায়। সামর্থ্যবানদের জন্য ভর্তি ফি তিন হাজার, মাসিক ফি ৬০০ টাকা। বছরের যেকোনো সময় স্কুলটিতে ভর্তি হওয়া যায়। প্রধান শাখা : প্লট-৬, বড়বাগ, সেকশন-২, মিরপুর, ঢাকা। ফোন : ৮০২৩৬৯০।
দ্বিতীয় শাখা : ১২ নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা। ফোন : ৯৩৩০৩৫৩
সুইড বাংলাদেশ
সারা বছরই ভর্তি নেওয়া হয় এখানে। ভর্তি ফি দুই হাজার ও বেতন ২৫০ টাকা হলেও গরিব শিশুদের বিনা মূল্যে পড়ানো হয়। ঢাকায় ছয়টি শাখা রয়েছে তাদের।
প্রধান শাখা : ৪ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। ফোন : ৯৩৩০৫৯০, ০১৭১১৫৬৮৭৭৩।
ডেফ চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের শিক্ষা দেওয়া হয়। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ভর্তি ফি আট হাজার টাকা। মাসিক বেতন এক হাজার ২০০ টাকা। যেকোনো সময় ভর্তির সুযোগ রয়েছে। যোগাযোগ : বাড়ি-২সি, রোড-১৩, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। ফোন : ৮৯২৪৪৩৯
স্কুল ফর গিফটেড চিলড্রেন
অটিস্টিক শিশুদের স্কুল। দুই শিফটে ক্লাস হয়। ভর্তি ফি ১২ হাজার টাকা। বেতন মর্নিং শিফট তিন হাজার ও ডে শিফট দুই হাজার ৮০০ টাকা।
যোগাযোগ : ৬/৯ লালমাটিয়া, ব্লক-ই, ঢাকা। ফোন : ৮১২২৪৫৩
ব্যাপটিস্ট স্কুল সংঘ
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্কুল। পাঁচ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা শিক্ষার সুযোগ পায়। বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : ৭৭ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা। ফোন : ৯০০২২৯১
দি সালভেশন আর্মি
শ্রবণপ্রতিবন্ধীদের স্কুল। ভর্তি ফি ২৫০ টাকা। মাসিক বেতন নার্সারি ৫০ টাকা, জুনিয়র ৬০-৮০ টাকা, সিনিয়র গ্রুপ ১০০ টাকা। যোগাযোগ : ৭২ বড়বাগ, মিরপুর-২, ঢাকা। ফোন : ৮০১৬৮৮১
হাইকেয়ার
শ্রবণপ্রতিবন্ধীদের বিশেষ পদ্ধতিতে পড়ালেখা করানো হয়। সারা দেশে হাইকেয়ারের ১২টি শাখা রয়েছে। কোর্স ফি ও বেতন আলোচনাসাপেক্ষ।
যোগাযোগ : ৬/এ ধানমণ্ডি, ঢাকা (আনাম র্যাংগস প্লাজার বিপরীতে)। ফোন : ৯১২০২০৩
সিআরপি
অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল সমস্যার চিকিৎসার পাশাাপাশি এখানে সেরিব্রাল পল্সিতে আক্রান্ত শিশুদের বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়। এ ছাড়াও সিআরপির ইনক্লুসিভ স্কুলে আছে সাধারণ শিশু ও প্রতিবন্ধী শিশুদের একসঙ্গে প্রাথমিক স্কুলে শিক্ষা লাভের সুযোগ।
যোগাযোগ : দি প্যারালাইজড (সিআরপি), চাপাইন, সাভার, ঢাকা। ফোন : ৭৭১০৪৬৪-৫।
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডবি্লউএফ)
অটিস্টিক শিশুদের এখানে চিকিৎসা দেওয়া হয়। জানুয়ারিতে ভর্তি করা হয়। ভর্তি ফি ১২ হাজার টাকা। মাসিক টিউশন ফি তিন হাজার টাকা।
যোগাযোগ : হাউস নং-৩৮/৪০, রোড নং-৪,
খ-ব্লক, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।
ফোন : ৮১২১৭৫৯।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৪