ব্লগ দিবসে যেতে পেরে খুব ভালো লেগেছে ... বিশেষ করে প্রিয় অনেক ব্লগারদের সাথে দেখা হয়াতে খুব ই ভালো লেগেছে ...
শীপু ভাইঃ – অসাধারন লোক ... সেই সাথে অনেক মজার ...
ছোট মির্জাঃ – উনি ও খুব মজার মানুষ ... কথা বলে অনেক মজা পেয়েছি ...
ব্লগার জিশান শা ইকরামঃ – ভাইয়ার সাথে কথা বলতে পেরে খুব ভালো লেগেছে ...
ব্লগার জাহাজী পোলাঃ – মন খারাপ লেগেছে কারন জানাজী বোধহয় আমাকে ভুলে গেছে ... যদিও ভদ্রতার খাতিরে বলেছে মনে আছে ... !!!
ব্লগার নষ্ট কবিঃ – ভাইয়া দুঃখিত আপনার নাম টা ঐ মুহুর্তে মনে না পড়ার জন্য
ব্লগার নিশাচর ভবঘুরেঃ – মজার মানুষ
ব্লগার রুদ্রপ্রতাপঃ – রাশভারি কিন্তু আন্তরিক
ব্লগার সহ্চরঃ – অনেক মজা করে কথা বলতে পারেন ...
আরো অনেক কিছু লিখতে ইচ্ছা হচ্ছে ... কিন্তু আজ আর পারছি না ... কাল আবার লিখবো ...
আরো যাদের সাথে কথা বলে ভালো লেগেছে ...
ব্লগার তন্ময় ফেরদৌস
ব্লগার আরিফ রায়হান মাহি
ব্লগার আব্দুল্লাহ আল মনসুর
ব্লগার সুপান্থ সুরাহী
ব্লগার নোমান নমি
ব্লগার রাষ্ট্রপ্রধান
ব্লগার গুরুজী
ব্লগার ইশতিয়াক আহমেদ চয়ন
ব্লগার রোকন রাইয়ান
ব্লগার ফয়সাল তূর্জ
ব্লগার অনির্বাণ রায়
ব্লগার আশকারি রহমান
ব্লগার অসামাজিক০০৭০০৭
ব্লগার মুখপোড়া
আমি জানি আমি অনেকের নাম ই মনে করতে পারিনি ... অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা করবেন আশা করি ...
আমাদের আড্ডার কিছু আনন্দ মুখর ছবিঃ
( হঠাৎ এক আইডিয়া আসলো মাথায় ... ছবি গুলো দিয়ে একটা গল্প বানালে কেমন হয় ... যারা ঐ আড্ডাই ছিলেন তারা বুঝবেন আসল কাহিনি কি কিন্তু যারা ছিলেন না তারা বুঝবেন অন্য )
খারান একখান ডায়লগ মাইরা লয়ঃ এই গল্পের সকল কাহিনীই কাল্পনিক কারো সাথে উহা মিলিয়া গেল্লে তাহা নিছকই সামুতাল মাত্র
আমাদের সেই আড্ডা ... ... হাসি হাসি ...
আরে কাহিনি কি আড্ডা ফেলিয়া ছোট মির্জ্জা ভাই উহা কি করিতেছেন ... কাগজ কলম হাতে লইয়া গুরুগম্ভীর্যের সহীত ... না না ইহা কোন ভাবেই মানিয়া লওয়া যায় না ... জাতির প্রতিবাদী কন্ঠ ইহা মানিয়া লইবে না ...
অবশেষে জাতির প্রতিবাদী কন্ঠ হিসেবে উদয় হলেন সহচর ভাই - না ইহা কোন ভাবেই চলিতে দেওয়া যায় না ... রাষ্ট্রপ্রধান ও তার দিকে সম্মতির সুরে তাকায় ... আর যায় কোথায় ...
ধরো মির্জারে ... চারিদিকে দৌড়াদৌড়ি পরে যায় ... ফোনের পর ফোন ( জিশান ভাই ) ... আড্ডা ফেলিয়া কিনা গিয়াছে আলোচনা সভায় !!!
অবশেষে ছোট মির্জা ভাই ... আর যেন পালাতে না পারেন তাই ডেস্টিনি ইসটাইলে শিপু ভাই এর সাথে ...
তাহার পরে আড্ডা আড্ডা ... হঠাৎ কে জেন কহিল ... এইবার হবে ফুটুসেশন ... আর যাবি কয় ... সবাই নেমে পড়ল ... সাজগোজে ...
আহারে সবাই এতো নড়াচড়া করে ক্যান ( ক্যামেরা ওম্যান বিরক্ত )
কাহিনি কি একেক জন এক এক দিকে তাকায় ...
গুরুজী ... পোজ নিয়া ব্যাপার টা ভালো ভাবে বুঝিতে চেষ্টা করিতেছেন ...
অবশেষে একটা ভালো গ্রুপ ছবি ( ক্যামেরা ওম্যানের স্বস্তি ... )
ওফ এত্ত ছবি ... ক্লান্ত হইয়া নষ্ট কবি ভাই তো বসিয়ায় পড়িলেন ...
নষ্ট কবি ভাই কিভাবে জানি বুঝিয়া ফেলিয়াছিলেন আমি এই অধম জাতি পরবর্তীতে উনার নাম স্বরনে ভুলিয়া যাইবো ... তাহা জন্য মুখ খানি ওমন করিয়া রাখিয়াছেন ...
আহা জাতি এমন প্রতিভার কথা ভুলিয়া গেল কিভাবে ... ...
প্রিয় শিপু ভাই এর সাথে জাতি ... ...
হঠাৎ এই আনন্দঘন মুহুর্তে খবর আসিলো ... কোথায় নাকি অনুষ্ঠান হইতেছে ... ব্লগারদের মাঝে পুরুস্কার ও বিতরনের কথা শোনা গেল ... সকলে যদিও বলিতে লাগিলো অনুষ্ঠান সে তো এই খানে ...
যাহা হোক তার পরেও পুরুস্কারের কথা শুনিয়া সকলেই ধীর পায়ে অনুষ্ঠানের দিকে পা বাড়ালেন ...
এবং যাওরার পর সকল সিনিয়র ব্লগারদের কাদাইয়া জানাপু ১ লক্ষ তম পিচ্চি ব্লগারে হাতে লেপু টা তুলে দিলেন ... ... (
আজ কোন খারাপ লাগার কথা লেখবো না ...
যদিও কিছু সমস্যা চোখে পড়েছিলো তা নাহয় আর না বললাম... তবে ভালো লেগেছে অনেক ... আড্ডা টা অনেক মজার ছিল ... আরো কিছুক্ষন থাকতে পারলে ভালো হত ...
সবাই কে অনেক মিস করছি ... ভাবছি সময় করে নিজেদের উদ্দোগে আবার একটা আড্ডার আয়োজন করি কি বলেন সবাই ?
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১১