আমরা সবাই নিজেদের মত ভাল আছি.....সবাই আমরা দেশের কথা ভাবি...।। ইচ্ছা হইলে ব্লগ লিখি। দেশেরে র্দুদশা নিয়ে।
বাংলাদশেরে অবস্থা এখন কেমন? যেকোনো মানুষ কে জিজ্ঞাসা করলইে সে বলবে ভাল না।কিন্তু কেন এই ভাল না!!!খারাপ টা করছে কে??
আমরা ছোটবলো থেকে প্রথম এ প্রাইমারী স্কুল,তারপর মাধ্যমিক,কলেজ এবং তারপর বিশ্ববিদ্যালয় এ পড়ি।আর তাই আমাদের খারাপ টাও শুরু হয় ওই প্রাইমারি স্কুল থেকে ।
আমার নিজের শহরের কথা বলি ।আমাদরে শহরে ১টি জিলা স্কুল আর ১টি মেয়েদের সরকারী স্কুল আছে ।স্কুল গুলোতে যতগুল শিক্ষক আছে তারা সবাই অনকে পুরোনো ।নতুন শিক্ষক খুব কমই আ্সে ।কিছু কিছু শিক্ষক আছে যারা আসলইে অনেক ভাল পড়াই আর কিছু কিছু আছে যারা শুধুই ভাব নেয়।
আমি তখন ক্লাস নাইন এ পড়ি ।আমাদের শহরে ১জন খুবই ভাল রসায়ন এর শিক্ষক আছে ।স্যার এর নাম আতিয়ার রহমান।আমরা সব বন্ধুরা ওই স্যার এর কাছে পরতাম ।যাদের বাপের বেশি টাকা ছিল তারা স্কুল এর স্যার দের কাছেও পড়তো।আমি ছিলাম আতিয়ার স্যার এর সবচেয়ে ভাল ছাত্র আমাদের ব্যাচ এ।আতিয়ার স্যার কাছে দেয়া সবগুলো পরীক্ষা তেই আমার নাম্বার সবচেয়ে বেশি ছিল।স্কুল এ পরীক্ষা শুরু হল।রসায়ন পরীক্ষা সবচেয়ে ভাল দিলাম ।কিন্তু যেদিন পরীক্ষা এর খাতা দিল দেখলাম আমার যেইসব বন্ধুরা স্যার এর কাছে পরত তারা আমার চেয়ে বেশী নাম্বার পেয়েছে যেখানে ওদের চেয়ে আমার পরীক্ষা অনকে ভাল হয়েছিল।আমি স্যার কে গিয়ে বললাম,"স্যার আমার এই প্রশ্নরে উত্তর তো ঠিক আছে,আপনি নাম্বার দেননি "স্যার আমাকে উত্তর দিল..."তুমি কি আমার কাছে পড় ?যারা আমার কাছে পড়বে তারা বেশি নাম্বার পাবে"
আরো ১টি ঘটনা বলি ।আমাদের তখন সামনে নির্বাচনী পরীক্ষা।আমার সব বন্ধুদরে ব্যবহারিক খাতা আমি আঁকিয়ে দিচ্ছি ।পরীক্ষা শেষে যখন নাম্বার দিল দেখলাম আমার যেসব বন্ধুরা স্যারদের কাছে পড়ত তারা পেয়েছে ২৫ এর মধ্যে ২৪ আর আমি পাইছি ১৯।নির্বাচনী পরীক্ষাই আমার ফলাফল A+ ও ছিল না ।কিন্ত মাধ্যমকি পরীক্ষাই আমি সোনালী A+ এবং উচু স্তরের বৃত্তি পেয়েছিলাম ।
এখন বলুন,এমন কি চেয়েছিলাম আমি,এমন আর কতদিন সহ্য করবো আমরা!!!!!
আমার আব্বু বলত তাদের সময় যেসব শিক্ষকরা ছিল তারা নাকি বাচ্চাদরে নিজের দ্বায়িত্বে পড়াতো এবং অনকে যত্ন ও নিত।আর এখন যইেসব শিক্ষক আছে তারা কি শক্ষিা দইে নাকি শক্ষিা নয়িে ব্যবসা কর।েশক্ষিা আর ব্যবসা কখন একসাথে চলতে পারনো।
ইউরোপীয়ান ছলে-েময়েে আর আমাদরে দশেরে ছলে-েময়েদেরে মধ্যে অনকে অমলি আছ।ে কারন তারা ১টা পরবিশেে বড় হয় আর আমরা আর ১টা পরবিশে।ে ছোটবলো থকেে যদি কোন শশিু সঠকি শক্ষিা না পাই তবে সে বড় হয়ে র্দূনীতি করবইে।
তাই আমি বিনীত ভাবে সরকার কে অনুরোধ জানাচ্ছি স্খুল গুলোতে শিক্ষক দরে বেতন বৃদ্ধি করার জন্য এবং আমাদের দেশের শিশুরা যাতে সঠিক শক্ষিা পাই তা নশ্চিতি করার জন্য পদক্ষপে নওেয়ার জন্য।