এই হইলো আমাগো বিচারপতি। একজন ফুলিশ কনস্টেবলরে সম্মান দেখাইতে জানে না। তার বিচার এমনই বিচার, জনসমক্ষে কান ধইরা উঠবস না করাইলে হয় না। শোষিত নির্যাতিত শ্রমজীবি শ্রমিকের (থুক্কু কন্সটেবলের) ঘামের মূল্য এইভাবে দিলি! তর বেতন কইথ্থেকা আসে জানচ?!


এই লোক কোর্টে বইসা যে কি বিচার করে বুঝছি। যেই দেশে বিচারপতিদেরই এই অবস্থা, সেই দেশ সভ্য হয় কেমনে? অসইভ্য দেশে সব মানুষই অসইভ্য!!
আমাগো দেশত এলিট ক্লাস লোকজনের একটা তালিকা রাখতে হবে...কখন কার সাথে বেয়াদপি হয়া যায়...
১. বিচারপতি
২. মন্ত্রী-মিনিস্টার
৩. পু(ফু)লিশ/আর্মি
৪. বিসিএস ক্যডার
৫. জননেতা (ডান, বাম, মধ্যম)
৬. বিরাট ব্যবসায়ী থুক্কু ধনী ব্যবসায়ী
৭. আর লেখতে ইচ্ছা করতেছে না! আসলটা শ্যষে লেখচি

মাইনাস দেওন তো বন্ধ।
প্লাস দেওন যায় খালি।
আসেন বাম পন্থী বন্ধুগন, পেলাস দেন।
ফুলিশ কনস্টেবল সাব আবার জিডি করছে।
আসেন হেরে বিপ্লবী লাল সালাম দেই।
আপনেরা হইলেন সবচেয়ে বড় এলিট!
আপনেরা ছাড়া আছে কোন পেলেয়ার?
আপনাদের খুব ভয় পাই আমরা !!
পোস্ট শ্যষ !!