এই লিখাটি পড়ে আপনাদের অনেকে আমাদের সমালোচনা করবেন, তারপরও কথাগুলো আমি বলবো।
যেই দেশে রাইতের আন্ধারে হাজার হাজার মানুষ বুট দিয়া পাঁড়ায়া মাইরালায়, একটা নিউজে প্রকৃত ঘটনাটা পর্যন্ত আসেনা, যেই দেশে কেবলমাত্র বিরোধী দল করার কারণে দিনে-দুপুরে হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন-পয়েন্ট ব্ল্যাংক শ্যুটিং, অমানবিক-পাশবিক নির্যাতনের শিকার হয়, যে দেশে নিরীহ বিশ্বজিৎদেরকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা উৎসবের মত করে, যে দেশে রাজনের মত বাচ্চা পিটিয়ে মারা হয় মুড়ি-মুড়কির মত, যে দেশে বেডরুমে দম্পতিকে হত্যাকারীদের টিকির নাগাল পাওয়া যায় না, যে দেশে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে গুলি খেয়ে, ধর্ষন যে দেশে ডাইল-ভাত, সর্বোপরি-যে দেশ দিনদুপুরে ভোট ডাকাতির মাধ্যমে বেদখল হয়ে যায়, সেই দেশের মানুষদের সৌদি আরবের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে মন্তব্য করা শোভা পায় না।
কারণ, আপনাকে মনে রাখতে হবে, এখানে একসংগে ২৫ লাখ পাবলিক ডিলিংস এর ব্যাপার সংশ্লিষ্ট। অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা কিংবা বাইরের দেশের ষড়যন্ত্র যেটাই হোক না কেন- বাংলাদেশীদের মুখে এটা নিয়ে সমালোচনা মানায় না, একদমই না। শেইম অন ইউ গাইজ
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯