জীবন পানসে নয়, বরং অনেক বৈচিত্রময়। সুখে, দুঃখে, ভাললাগা-মন্দলাগায় কেটে গেলো, কেটে যাচ্ছে। আলহামদুল্লাহ। গতকাল ছিল আমার জন্মদিন। সেই সুবাদে ফেসবুক, মুবাইলে অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে আমাকে সুখি করেছেন। কেউ কেউ কেক পাঠিয়েছেন তা চেটে পুটে খেয়েছি । এমন কি কেউ কেউ আবার অনেক ফুল পাঠিয়েছেন তাও গপাগপ খেয়েছি এবার দেখলাম কিছু বন্ধু ফেসবুক মুভি বানিয়ে পাঠিয়েছেন বিশ্বাস করেন, যারপরনাই ভিষণ খুশি হয়েছি। আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা এবং অশেষ কৃতজ্ঞতা।
আব্বার সাথে ফোনে আলাপে আব্বা বলেন বাড়ি চলে আয়। কেন জিজ্ঞেস করতেই উত্তরে বললেন বাবার পাশে সন্তান থাকলে ভাল লাগে। আরে সন্তান তো আছেই আপনার পাশে ! আছে তো বলে আব্বা বলে তুই থাকলে অনেক শান্তি লাগে, বেশি ভাল লাগে। বাবা মার সন্তুষ্টিই আমার এই কয় জীবনের সেরা অর্জন। এটাই জন্মদিনের সেরা উপহার এর চেয়ে আর ভাল উপহার এই পৃথিবীতে নেই।
যাই হোক, মধ্য বয়স পার করছি। হয়তো বেঁচে থাকলে এভাবেই একদিন পৌঢ়ত্বে পা রাখবো, তারপর একদিন ভবলীলা সাঙ্গ করে পাড়ি জমাবো মালিকের কাছে। খালি হাতে আসা, খালি হাতেই ফিরে যাওয়া-মাঝখানে শুধু কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশ!!
জীবনটা আসলে এমনই। পাওয়া-না পাওয়া নিয়েই জীবন। তবু বলতেই হয়, "জীবন নেহায়েত মন্দ না"। পরিচিত বন্ধু কিংবা আত্নীয়-স্বজন তো বটেই, অনলাইনেই এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সংগে একদিন কথা না বললে কেমন জানি অস্থির লাগে। বাস্তবতা কিংবা ভার্চুয়াল-দুই জীবনেই পেয়েছি অনেক-কতটুকি দিতে পেরেছি বা পারবো জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবন কামনা করছি।
আরেকটা কথা না বললেই নয় সামুতে আসা হয়না প্রায় বসর দেরেক হবে তবুও গতকাল সামু আমার জন্মদিনে বেলুন উড়িয়ে ছিল । ধন্যবাদ সামুকে এবং এর সাথে সকল মোডারেটদের।