পাবোনা জেনেও অর্থহীন ব্যস্ততায়
আমি আর তোমাকে খুঁজবো না
হাজার বছরের ক্লান্তি নিয়ে
পরিশ্রান্ত আমি ভীষণ রকম ।
সময় এবার হলো বুঝি দূরত্ব ঘুচাবার
তুমিহীনা নৈঃশব্দ প্রহরগুলো
মুখর হোক তবে
ঘুমভাঙ্গা নিশুতি রাতের
একাকীত্ব হারিয়ে যাক
তোমার মমতাময় স্পর্শে।
আলো-কালোয় মন্দ-ভালয়
যেন হাত বাড়ালেই তোমাকে
আমার স্থায়ী ঠিকানা হোক
তোমার নিঃশ্বাস দূরত্বে ।
জমে থাকা অনুভূতির ডানাভাঙ্গা পাখিগুলো
মুখরিত হোক তোমার উচ্ছলতায়
তোমার চুরির রিনিঝিনি শব্দে
ভেঙ্গে দাও জনম জনমের মৌনতা।
আমি প্রাণভরে নিঃশ্বাস নেব
তোমার বুকে মাথা রেখে
হাত রাখবো পরম নির্ভরতায়
তোমার হলুদ মরিচের ঘ্রাণ মাখানো হাতে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০৫