অনেক দিন পর ব্লগে ফিরলাম। ব্লগে এখন নিয়মিত না লিখলেও ঠিকই অন্যদের লেখা পড়া হয়। আসলে সৃজনশীল লেখা লেখার জন্য যে সময় এবং মানসিক পরিশ্রম দরকার কায়িক পরিশ্রমের কঠিন চাপে তা হারিয়েই গিয়েছে।
আমি শিপন মোল্লা। প্রবাসে থাকি বহু বছর। প্রবাসে থাকলে যা হয়, তীব্র হোম-সিকনেস কাজ করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সব সময়ই মা-বাবা, বউ-বাচ্চা-সংসারের কথা, বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা মনে পড়ে। ঘরের কথা, পরের কথা আর দেশের কথা জানতেই ব্লগ-ফেসবুকে আসক্ত হয়ে পড়ি। আসক্তি বলছি এই কারণে যে, যতক্ষণ ফেসবুকের হোমপেজটা খোলা থাকে, মনে হয় বাংলাদেশেরই কোন এক কোণে পড়ে আছি। সবাইকে কাছে পাচ্ছি, সবার কথা জানতে পারছি। বাংলায় কথা বলতে পারছি, ল্যাপটপের স্ক্রীনে পুরো হোমপেজ আমার প্রিয় বাংলা বর্ণে ভরপুর। সুসংবাদ-দুঃসংবাদ, উঠতি প্রেমিকের নেকুপেকু প্রেমগাঁথা, গল্প-কবিতা, সুখ-দুঃখ... সবই বাংলাতে!!
পরিচিত মানুষের বাইরে এমন অসংখ্য মানুষের সংগে সখ্যতা হয়েছে এই ব্লগ-ফেসবুকের কল্যাণে। এমন অনেকের সংগেই সম্পর্ক হয়েছে, যে সম্পর্কগুলো কোন অংশেই রক্তের সম্পর্কের চেয়ে কম আন্তরিকতাপূর্ণ নয়, অথচ কোনদিন তাদের সংগে দেখাই হয়নি, ভবিষ্যতে কোনদিন হবে এমন সম্ভাবনাও খুব ক্ষীণ! অনেক ধর্মের, অনেক বর্ণের বিচিত্র সব চিন্তাধারা আর মতাদর্শে বিশ্বাসী মানুষের সান্নিধ্য লাভ করেছি ইন্টারনেটের কল্যাণে। তাঁদের কাছে থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ভাইদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবাদর্শে বিশ্বাসী সৈনিক হিসেবে হৃদয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের যে চেতনা লালন করেছি এতকাল, ফেসবুকে সমমনা বন্ধুদের কল্যানে সে বিশ্বাস আরও দৃঢ়তা এবং যৌক্তিকতা লাভ করেছে। অনেক অনেক অজানা তথ্য-ঘটনা জানতে পেরেছি যা ফেসবুক-ব্লগ না থাকলে সম্ভব হতোনা।
অপরদিকে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ভাইদের পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত আমার জানার পরিধিকে আরও সমৃদ্ধ করেছে। তাদের কাছেও আমার অশেষ কৃতজ্ঞতা।
সুদীর্ঘ এই ভার্চুয়াল জীবনে স্বাভাবিকভাবেই কিছু বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়েছি। কেবলমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শ কিংবা সুনির্দিষ্ট কিছু ইস্যুতে ভিন্নমত পোষণ করায় ব্যক্তিগত আক্রমণ/গালাগালির শিকার হয়েছি। কেউ কেউ হুমকিও দিয়েছেন। আমি বিনয়ের সংগে স্বীকার করছি, আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে পাল্টা আক্রমণ করেছি। তবে এটুকু বলতে পারি, সবার প্রতি আমি সেরকম আচরণই করার চেষ্টা করেছি সব সময়, যেরকম আচরণ আমি নিজে তাদের কাছ থেকে প্রত্যাশা করি। কিন্তু তারপরও সব সময় হয়তো পারিনি, নিজের অজান্তেই অনেক কে কষ্ট দিয়েছি।
মাঝে মাঝে অবসাদ আসে, বিরতি নিতে ইচ্ছে করে। এখন আমি সেই সময় পার করছি। হয়তো কিছু সময় ভার্চুয়াল জগতের বাইরে থাকব। তবে ফিরব খুব দ্রুতই, কারণ আমরা যারা প্রবাসী, তারা অন্যদের চেয়ে একটু বেশি-ই একা।
যে কথা বলার জন্য এত দীর্ঘ লেখা লিখছি তার সারমর্ম হলো, “আমার কোন আচরণে, কথায়, কমেন্টে, ইনবক্সে-আউটবক্সে, অনলাইনে-অফলাইনে যদি কোন ভাই/বোন কষ্ট পেয়ে থাকেন, তিনি যে দলেরই হোন না কেন, যে ধর্ম-বর্ণেরই হোন না কেন, যে মতাদর্শেই বিশ্বাসী হোন না কেন- নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি। আপনাদের কারো বিরুদ্ধেই আমার কোন অভিযোগ-ক্ষোভ নেই। আপনার ধর্ম-বর্ণ-বিশ্বাস এবং রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা রইল।” পরিশেষে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। শুধু কবিতা বা গানে নয়, নিশ্চই একদিন আমার দেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ্। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪