সোস্যাল মিডিয়া এবং বন্ধুত্ব !
যত দিন যাচ্ছে ,সময়ের সাথে বন্ধুত্ব তার গুণগত মান হারাচ্ছে।সোস্যাল মিডিয়াতে বন্ধু দিবসকে যেভাবে যত্ন করে লালন পালন করছি।বাস্তবে বন্ধুর দায়িত্ব পালনে আমরা কতটা যত্নশীল এবং কথটা সচেতনশীল !!!
মিলিয়ন ডলার কোশ্চেন
আমরা সোস্যাল মিডিয়াতে নিজেরা এতটাই ব্যস্ত যে পাশে বসা চুপচাপ বসে থাকা বন্ধুটির মনের অবস্থা বোঝার সময়ও হয়না।
ভাবার সময় এখনি হে বন্ধু !
আমাদের সকলের বন্ধু দিবস পালনে সচেতন না হয়ে, বন্ধুত্বের প্রতি সচেতন হওয়া অত্যন্ত জরুরী। একটু যত্নবান হলে কিছু সম্পর্ক আজীবন বাঁচিয়ে রাখে ।
যখন লেখাটা লিখছিলাম তখনি ফেসবুকে লাল নটিফিকশনে চোখ আটকে গেল ।গুতা মেরে দেখি -পুরনো বন্ধু শুভেচ্ছা জানিয়েছে তবে ধার-দেনা করে কিছু লেখা পাঠিয়েছেন । আমাকেও বন্ধু দিবসের গুরু দায়িত্ব পালন করতে হবে।
যা লিখতে এসেছিলাম " সোস্যাল মিডিয়া এবং বন্ধুত্ব !
তা আর লিখতে পারলাম না। আমি ভাল লেখক ও নই ।আশা করি, আমার প্রিয় ব্লগাররা বিষয়টি নিয়ে লিখবেন এবং ভাববেন ।
সোস্যাল মিডিয়া এবং বন্ধুত্ব !
আমি বিখ্যাত লোকদের বন্ধু-বন্ধুত্ব নিয়ে বাণী চিরন্তণী দিয়ে লেখা শেষ করলাম ।
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা রইল ।ভাল থাকবেন,হাসি-খুশি থাকবেন সর্বদা ।
বাণী চিরন্তণীঃ
ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা - পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না।- শিবরাম চক্রবর্তী
বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।-শিবরাম চক্রবর্তী
কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না-উইলিয়াম শেক্সপিয়র
প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।-এরিস্টটল
শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না-ইবনুল ফুরাত
যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন-হযরত ওমর ফারুক (রাঃ)
আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া-শেখ সাদি
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু-জ্যাক দেলিল
অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো-হেলেন কেলার
যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন-জীবনানন্দ দাশ
যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তাঁর প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক-হযরত ওমর ফারুক (রাঃ)
আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না-চার্লি চ্যাপলিন
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২