তুমি স্বপ্ন অথবা কল্পনা
আমারও বলতে ইচ্ছে করে,
শোবার ঘর টা একটু নীল হোক।
আকাশের মত।
আমি বুঝি ,শোবার ঘরটা নীল করতে হলে আমাকে কতটা পথ পেরোতে হবে !!
আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে_
ভিজতে যাই না।
যার প্রতিটি দিন কাটে বৃষ্টিতে ভিজে,
সে কি করে বৃষ্টিতে ভিজতে যেতে চায়।
তুমিও কি যেতে চাইবে?
সদ্য ভূমিষ্ট হওয়া ছেলের কান্না শুনি।
মায়ের কষ্ট অনুভব করি না।
চাপা শুঁটকির ভর্তার স্বাদ কেমন??
আমি বুঝি।
সেদিন পাটা-পুতায় মরিচ বেটে,প্রচণ্ড চাপে।
ত্যাগেই প্রকৃত সুখ অনুভব করতে গিয়ে শৌচাগারে বুঝেছি -
স্বাদ !!!
তুমিও কি বোঝতে পেরেছিলে?
আমি তোমায় নিয়ে ভাবনায় ক্লান্ত ।
বুঝে গেছি আমি-
তুমি স্বপ্ন অথবা কল্পনা ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪