মেয়েদের পোষাকই কি তাদের ধর্ষণ হওয়ার মূল কারন?
প্রথমেই প্রশ্ন চুড়লাম।
মেয়েরা বুরকা পড়ল না বিকিনী পড়ল এসব যদি ধর্ষনের মূল কারন হয় তবে চার বছরের বাচ্চা মেয়ে কেন ধর্ষিত হয়? কেনই বা চাচার হাতে ভাতিজী ধর্ষিত হয় ,আবার বাবার হাতে কেনই বা মেয়ে........ছি ছি ছি।
সমাজে কতিপয় মানুষরূপী জানোয়ার আছে যারা মেয়ে দেখলেই তাদের চেতনা দন্ড ঠিক রাখতে পারে না।লিপ্ত হয় কুকর্মে।
আসলে তাদের মন মানসিকতা এতই খারাপ যে ৬০ বছরের মহিলাকে ১৮ বছরের যুবতী মনে করে।
কিন্তি আমাদের আইনীয় ব্যাবস্তা এতই দূর্বল যে,এসব অপরাধী হামেসাই অপরাধ করে বেড়ায়।তারা রয়ে যায় মুখোশের অন্তরালে।যদিও কখনো কখনো ধরা পড়ে তখন বাপ দাদার জোরে পাড় পেয়ে যায় তারা।তখন আবার সে কুকর্মেই লিপ্ত হয়॥
অন্যদিকে যে মেয়েটি ধর্ষিত হলো ,সে মেয়েটি সমাজে হয়ে পড়ে নির্কিষ্ট। তার জীবনে নেমে আসে অন্ধকার।তখন সে একরকম বাঁচা মরায় মাঝখানে অবস্তান করে।
এদেশে ধর্ষনের শাস্তি দেওয়া হোক সুজা জনসম্মুখে ভয়ংকর মৃত্যুদন্ড।কয়েকটারে ধরে যদি জনসম্মুখে মূত্যুদন্ড দেওয়া যায় তাহলে সব ঠিক হয়ে যাবে।কোন বেটা চেতনা দন্ডকে কুকর্মে লিপ্ত করার সাহস পাবে না তখন।
শুধু শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নেই।তবে হ্যা পর্দা না করার কারনেও মেয়েরা ধর্ষিত হয়।ইসলামী ব্যাবস্তায় মেয়েরা যদি পরিচালিত হয় তাহলে কোন মেয়েই ধর্ষিত হবে না ১০০০%।
এই বেটা তুর মন মানসিকতা চেঞ্জ কর,সমাজে শান্তি ফিরে আসবে সাথে সাথে দেশও উন্নত হবে।
কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩১