বিশ্বের প্রায় যেকোন দেশের চাইতে বিত্তশালী ও প্রভাবশালী এই ১০টি কোম্পানি সম্পর্কে কতটুকু জানতেন আপনি?
10) Nestlé: মূলত ভোগ্যপণ্য উৎপাদনকারী (খাদ্য, পানীয়, কসমেটিক্স) এই কোম্পানি ৮০ টা দেশের ৮৫০০ টির বেশি ব্র্যান্ডের মালিক!
9) Lockheed Martin: ১২৬০০০ লোকের কর্মসংস্থান দেওয়া বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা এই কোম্পানির বার্ষিক মুনাফা প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।
8) Quanta Computer Inc: ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক হার্ডওয়ার নির্মাতা এই কোম্পানি বিশ্বের ৩১% ল্যাপটপ একাই তৈরি করে!
7) InBev: সাড়ে ৩ বিলিয়ন ডলার বার্ষিক মুনাফাকারী এই কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়ার মার্কেটের প্রায় অর্ধেক একাই দখল করে আছে।
6) Pfizer: ১৫০টিরও বেশি দেশে পণ্য বিপণনকারী এবং বিশ্বের বৃহত্তম গবেষণাভিত্তিক ঔষধ উৎপাদনকারী এই মার্কিন ফার্মা জায়েন্টের বার্ষিক মুনাফা ৪০ বিলিয়ন ডলার।
5) Pearson: ৭০টিরও বেশি কার্যক্রম পরিচালনকারী বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রকাশনা সংস্থাটি অনেক অনেক বছর ধরে একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাখাত নিয়ন্ত্রণ করে আসছে।
4) ICBC: শুধু এন্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশে প্রভাববিস্তারকারী বিশ্বের বৃহত্তম এই পাবলিক কোম্পানি বিশ্বজুড়ে প্রায় অর্ধমিলিয়ন মানুষের কর্মসংস্থান করেছে। ৩ ট্রিলিয়ন ডলার সম্পত্তির মালিক এবং ২১৫ বিলিয়ন ডলার গ্লোবাল মার্কেট শেয়ারের মালিক চীনের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যাংক!
3) Monsanto Company/Bayer Cropscience Ltd.: ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের মার্কিন এই কৃষিজ জৈব প্রযুক্তিভিত্তিক কোম্পানি (বর্তমানে জার্মান মালিকানাধীন) যুক্তরাষ্ট্রের ৮০% ভুট্টার বীজ উৎপাদন ও বাজারজাত করে!
2) Disney: ৪ বিলিয়ন ডলারের Marvel এবং Lucasfilm এর সত্ত্বাধিকারী হওয়া ছাড়াও এই মার্কিন বহুজাতিক গণমাধ্যম এবং বিনোদনভিত্তিক কোম্পানি ABC, HISTORY, ESPN এর মত আন্তর্জাতিক চ্যানেলগুলির সম্পূর্ণ বা আংশিক মালিক। আর, বিলিয়ন বিলিয়ন ডলারের মুভি এবং Disneylandগুলো তো আছেই!!
1) Alphabet Inc. (Google and others): Forbes লিস্টে নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর শীর্ষে থাকা গুগলের বাৎসরিক আয় ৫০ বিলিয়ন ডলারেরও বেশি। আপনার-আমার স্মার্টফোনের Android অপারেটিং সিস্টেমও গুগলের মালিকানাধীন।
বিস্তারিত এই ভিডিওতে