আমি ব্লগে এসে লিখেছি কম, কমেন্ট করেছি বেশি।
তবে আমি যাদের লেখা ভাল পেয়েছি তারা হচ্ছে:
১. ত্রিভুজ : আমার কাছে ত্রিভুজ ভাইয়ের লেখা অনেক ভাল লেগেছে। কারণ তিনি বিভিন্ন বিষয় নিয়ে ভাল আলোচনা করেন যা আমার পছন্দ।
২.লালসালু : উনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন সে কারণে উনার লিখা ভাল লাগে।
৩.""শ্রাবণী"" : উনাকে শ্রাবণী পু বলেও ডাকি, উনি অনেক সুন্দর গল্প লিখেন।
সমাপ্ত।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৩১