একটি কোম্পানীর বিদায়ী প্রেসিডেন্ট বিদায় নেবার আগে নতুন প্রেসিডেন্টের হাতে তিনটি খাম দিয়ে বলল:
কোম্পানীর ১ম বিপর্যয়ের সময় প্রথম খাম খুলবে
কোম্পানীর ২য় বিপর্যয়ের সময় দ্বিতীয় খাম খুলবে
কোম্পানীর ৩য় বিপয়ের সময় তৃতীয় খাম খুলবে।
কোম্পানীতে যখন ১ম বিপর্যয় ঘটল তখন ১ম খাম খুলে নতুন প্রেসিডেন্ট দেখতে পেলেন তাতে লিখা:
আগের প্রেসিডেন্টের নামে দোষ চাপাও
নতুন প্রেসিডেন্ট আগের প্রেসিডেন্টের নামে ইচ্ছামত দোষ চাপাল।
কোম্পানীতে যখন ২য় বিপর্যয় ঘটল তখন ২য় খাম খুলে নতুন প্রেসিডেন্ট দেখতে পেলেন তাতে লিখা:
পুরোন কর্মী ছাটাই করে নতুন কর্মী নিয়োগ দাও
নতুন প্রেসিডেন্ট তাই করলেন।
কোম্পানীত যখন ৩য় বিপর্যয় ঘটল তখন নতুন প্রেসিডেন্ট ৩য় খাম খুলে দেখতে পেলেন তাতে লিখা:
তোমার বিদায়ের সময় হয়েছে, এরকম নতুন তিনটি খাম তৈরী কর।
পুরনো হয়ে থাকলে দুঃখিত।