সামুতে সম্তা প্রচার পাওয়ার জোয়ার চলছে। ফালতু প্রমানহীন একটা পোস্টকেও সামু আজ স্টিকি করছে। ধানমন্ডির তিনটি ভার্সিটির মোডে একটি মেয়েকে রাতের বেলা কিছু ছেলে উত্তক্ত করেছে-- এক ব্লগার 'সর্বনাশা' সস্তা প্রচার পাওয়ার জন্য সেখানকার সবচেয়ে জনপ্রিয় এবং ভালো ভার্সিটিকে জড়িয়ে এক বাল কাব্য লিখে দিয়েছেন এবং কিছু ছাগু তাকে স্টিকি করা হোক বলে চেচালেন-- তাতেই হয়ে গেল পোস্ট স্টিকি।
একটু চুচিল হওয়ার চেষ্টা করে এমন পোস্ট দিন আপনিও হিট হয়ে যাবেন। কারণ সামুর মডরেটরদের পোস্টের ভেতরে কি আছে সেটা দেখার গিলু কমে গেছে ১০০ ভাগ প্রমাণিত সত্য। ইউল্যাব যদি আজ আইনগত ব্যবস্থা নিতে যায় সামুর হাগু করার অবস্থা হবে। সর্বনাশা বলে কোন বালের ব্লগারকে তখন কেউ খুঁজবে না। কারণ স্টিকি করার দায়িত্ব ব্লগার নেয়নি।
সামু ভাবেনি এই ব্লগারের তথ্য কতটুকু যুক্তিযুক্ত। একটি ভার্সিটি নিয়ে অপপ্রচার করার আগে আমলে নেয় নি এই প্রশ্নগুলো-----ইউল্যাবের সামনে সরকারি রাস্তায় রাতে কে কাকে ধরলো--এর জন্য ইউল্যাব দায়ী হবে কেন? কিবনা বাকী দুটি বিশ্ববিদ্যালয়ও কেন দায়ী হবে? তখনকি ভার্সিটি খোলা? আমার বাড়ির সামনে সরকারি রাস্তা পাহারা দেওয়ার দায়িত্ব কি আমার? স্থান ছাড়া ওই ঘটনায় ইউল্যাবের সম্পর্ক কী?
স্থান যদি বিষয় হয় তাহলে মেডিনোভা কেন নয়। একটি পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় আছে-- তিনি দায়ী হবেন না কেন? যারা রাস্তায় কিছু কুলাঙ্গার দ্বারা অপমানের শিকার হয়েছে-- তারা বা এই মহানপুরুষ সর্বনাশা ২৪ ঘণ্টার হয়ে গেল ইউল্যাব কর্তৃপক্ষকে কোনও অভিযোগ করেছেন। তিনি তাদের পরিচয় পেয়েছেন? পরিচয় পেয়েছেন তারা ইউল্যাবের ছাত্র। এটা প্রমাণ দেওয়া কি এমন কঠিন-- কারণ কথিত দোকানদারের কাছে গেলেওতো হয়। তাকে েপেদানো দিলেই বলে দিববে তারা ইউল্যাবের ছাত্র কিনা। এসব না জেনে ইউল্যাব নামটা ব্যবহার করা কি-- ইউল্যাবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পোস্ট হিট করা। প্রাইভেট সার্ভিটি বললে অনেক মজা পাওয়া যায়-- তাই না। সেক্স আর ভার্সিটি-- হিট হিট।
মেয়েদের অপমান করা আমাদের সামাজিক ব্যাধি। এই ব্যাধি কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কথা বলবো। প্রয়োজনে মাঠে নামবো। কিন্তু সস্তা প্রচারণা আর হিট হওয়ায় ভাবনা বাদ দেবো। কিন্তু এখানে কি হচ্ছে-- ব্যাধি বা জড়িতদের খুজে বের করার চাইতে কান গেল বলে-- আমরা একটি ভার্সিটির বিরুদ্ধে প্রচারণায় নেমেছি-- তার সঙ্গে ঘটনার সম্পর্ক আছে কিনা তা ভেবে দেখছি না। এ ধরনের ফালতু প্রচারণায় সত্যিকার অর্থে যারা অপরাধী তারা পার পেয়ে যাবে। ব্লগারদের ঐক্যশক্তি নষ্ট হবে-- সবনাশার মতো কিছু ফালতু, হিটমাঙ্গার বলগারদের জন্য।
[আমি এই এলাকার বাসিন্দা। যে কোনও সত্যিকার আন্দোলনে ব্লগারদের পাশে আছি। তবে প্রমাণ ছাড়া যেসব ছাগু লাফায় সেসব ছাগুদের দলে যেতে চাই না।]
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ সকাল ৭:০৫