কৌতুক ১
মেয়ে: তুমি আমায় কতোটা ভালোবাস?
ছেলে: সীমাহীন।
মেয়ে:তবে তাজমহল বানাচ্ছো না কেন?
ছেলে: জমি কেনা হয়ে গেছে।
এখন শুধু তোমার মরার অপেক্ষা করছি।
কৌতুক-২:
স্বামী স্ত্রী কে-- তুমি আমার জিন্দেগি...আর.... আর...
স্ত্রী: আর কী...বলনা গো ..আর কী..
স্বামী: আর লাহানত এ রকম জিন্দেগির।
কৌতুক-৩:
নার্স হারিয়েছে তার পোষা বিড়ালকে। খোঁজা খুঁজি করছে হাসপাতালের এখানে সেখানে।
--এ্যানি ওয়ান গট এ পুসি?
সব মহিলা দাঁড়িয়ে গেলেন।
নার্স বিব্রত হয়ে বললেন,
--আই মিন এ্যানি ওয়ান সীন এ পুসি?
সব পুরুষ দাঁড়িয়ে গেল।
নার্স আবারো বিব্রত হলেন। এবার বললেন,
--আই মিন এ্যানি ওয়ান সীন মাই পুসি?
এবার সব ডাক্তার দাঁড়িয়ে গেলেন।
কৌতুক-৪:
ক্লাসে শিক্ষক ছাত্রদের ওষুধ বিষয়ক জ্ঞানের পরীক্ষা নিচ্ছেন
--বল দেখি কয়েকটি সাধারণ ওষুধের নাম এবং আর তা কোন রোগে ব্যবহার হয়।
এক ছাত্র দাঁড়ালো--
স্যার প্যানাডল। এটা মাথা ব্যাথা হলে ব্যবহার করে।
দ্বিতীয় ছাত্র: স্যার ভেলিয়াম, এটা ঘুমাতে সহায়তা করে।
এবার জনির পালা। সবাই তার দিকে দৃষ্টি।
--স্যার ভায়াগ্রা। আমার মনে হয় এটা ডায়রিয়া বন্ধের জন্য ব্যহার হয়।
কিছুটা রাগ নিয়ে শিক্ষক বললেন: কে বলেছে তোমাকে?
জনি: কেউ না স্যার। তবে প্রত্যেক রাতে আমার আম্মু আব্বুকে বলেন, 'টেক এ ভায়াগ্রা। মে বি দ্যাট লিটল শিট উইল গেট হাড।'
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৩