
Walton Primo G1-এ থাকছে
- ডুয়েল কোর ১ গিগাহার্জ Qualcomm এর প্রসেসর,
- ৪.৩ ইঞ্চি আকারের আইপিএস ডিসপ্লে
- রেজুলেশন 800X480 পিক্সেল।
- ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।
তবে আগের ডিভাইসগুলোর তুলনায় এর ব্যাটারির ক্ষমতা একটু বেশি। ১৮০০ এমএএইচ।
এ ফোনটিতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ । পাশাপাশি সেটটিতে রয়েছে
- ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা,
- রেডিও,
- ব্লুটুথ,
- জিপিএস,
- অ্যাক্সেলেরোমিটার,
- প্রক্সিমিটি সেন্সর,
- কম্পাস,
- ওয়াই-ফাই ও ৩জি সুবিধা।
এ্ই ডিভাইসের দাম ১৩ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে জানা গেছে।আরো অন্য ডিভাইসগুলো সম্পর্কে জানার জন্য