আমি ইদানীং স্মোকিং নিয়ে মোটামুটি ভালই নেট গুঁতাচ্ছি। দারুণ কিছু জোক্স চোখে পড়ল। ভাবখানা বিদেশী। তবে নিজের মত করে দেয়ার লোভ সামলাতে পারলাম না। ভাবানুবাদ ধরিয়ে দিলাম। হাসি আসবেই। মাস্ট
নাম্বার ১
সালাম সাহেব আর মিলি একই স্কুলের টিচার। মিলি পড়ায় ক্লাস ১-৫ পর্যন্ত। আর সালাম সাহেব পড়ান ক্লাস ৬-১০ পর্যন্ত। ত উনাদের মাঝে মাঝেই দেখা হয়। হালকা কথা হয়। কিন্তু যেহেতু সালাম সাহেব একটা ছেলে, তাই আমরা বুঝতেই পারছি, উনি হালকা প্রেম করারও স্টেপ নেন। কিন্তু বেশিরভাগ সময়েই বলে উঠতে পারেন না।
ত একদিন ঠিক করলেন যা হয় হবে, উনি বলবেনই ! ত উনি মিলিকে অফার দিলেন,"চলেন মিলি,ডিনারটা কালকে একসাথে করি।" আর মিলিও পুরা রাজি !
পরের দিন সালাম সাহেব মোটরসাইকেলে করে হাজির। মিলিকে নিয়ে গেলেন ফার্মগেটের পার্ক টাউনে।ত উনারা খেয়ে দেয়ে সংসদের আশেপাশে হাঁটছেন। সালাম সাহেব আর কথা পাচ্ছেন না। ভাবলেন কী করে মিলিকে একটু ইজি করা যায়। ভাবতে ভাবতে একটা সামনে দেখলেন সিগারেট বিক্রি হচ্ছে। উনি সিগারেট কিনতে যেয়ে মিলি থেকে ভাংতি চাইলেন। মিলি আৎকে উঠল, "সে কী, আপনি সিগারেট খাবেন, আর আমি সাহায্য করব? ক্লাসের বাচ্চাদের আমি কী শিখাবো তাহলে?" সালাম সাহেব থতমত খেয়ে গেলেন। এরপর কোন রকম ভাংতি ম্যানেজ করে সিগারেট কিনলেন। সেটা ধরালেন, "এই ঠাণ্ডা রাতে সিগারেটের ধোঁয়ায় নিশ্চয়ই আপনি মাইন্ড করবেন না।" কিন্তু মিলি আৎকে উঠল, "সে কী ! এমনিতেই রিচ ফুড ক্ষতিকর,তার পর আবার সিগারেটের ধোঁয়া নিয়ে পাশে ঘুরবেন,আবার আমি এলাও করব।তাহলে আমি বাচ্চাদের কী শিখাবো?" সালাম সাহেবের মনটা ভেঙ্গে গেল। আচ্ছাহ। একটু পর উনি অমনযোগী হয়েই সিগারেট ধরালেন।অভ্যাস। ঠোঁট থেকে বের করে এগিয়ে দিলেন। বললেন, "একটা টান দিন না। দেখেন অন্যরকম লাগবে।" মিলি আৎকে উঠল, "আমি সিগারেট খাবো? তাহলে আমি ক্লাসের বাচ্চাদের কী শিখাবো?"
সালাম সাহেবের মন মেজাজ এখন পুরা খারাপ হয়ে গেল। পরে ভাবলেন ধূর, যা হবার হোক। উনি চট করে মিলিকে অফার দিলেন, "মিলি আজকে রাতটা একসাথে থাকলে কেমন হয়? আমি আর আপনি।" মিলিও চট করে রাজী। সালাম সাহেব নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিলেন না।
পরের দিন সকালে, সালাম সাহেব ঘুম থেকে উঠে বসলেন। পাশেই মিলি শুয়ে আছে। ঘুমের মাঝেও তার নিষ্পাপ চেহারা দেখে হঠাৎ করেই সালাম সাহেবের অণুশোচনা হতে লাগল, "হায় হায়, আমি এমন একটা কাজ করলাম, তাও বাচ্চাদের শিক্ষকের সাথে? এখন মেয়েটা বাচ্চাদের কী শিখাবে?" সালাম সাহেব অণুশোচনায় কাতর। এমন সময় মিলি ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে অবাক। ত সালাম সাহেব বললেন, "তুমি এখন ক্লাসের বাচ্চাদের কী শিখাবে?"
মিলি বলল, "সবসময় যা শিখাই তাই-ই। স্মোকিং করা ছাড়াই চরম জোস একটা লাইফ লিড করা যায়।"
নাম্বার ২
এক সিগারেট কোম্পানী জানতে পারল যে শহরের সবচেয়ে বয়স্ক লোকটা তাদের সিগারেট খায়। তো, ওরা ভাবল এই ব্যাপারটাকে ওরা কাজে লাগাবে। যে সিগারেট আসলে খুব বেশি ক্ষতি করে না।
ত, ওরা গেল সেই বৃদ্ধের কাছে। যেয়ে তাকে একটা অফার দিল।
"স্যার, আমরা আপনাকে ঢাকায় নিব। রূপসী বাংলায় রাখব। আপনি শুধু আমাদের সিগারেট খান, এটা সকাল বেলা টিভির সামনে বলবেন।"
বৃদ্ধঃ না রে বাবা। আমি পারব না।
"স্যার, আপনাকে রূপসী বাংলায় ৩ দিন ৩ রাত ফ্রি রাখব আমরা। আপনি শুধু আমাদের সাথে চলেন।"
বৃদ্ধঃ না রে বাবা। আমি পারব না।
"স্যার, আপনার জন্য স্পেশাল ডিজে পার্টি দিব। যেই ৩ রাত থাকবেন, সেই ৩ রাতই। তবু চলেন ঢাকায়।সকাল বেলা ক্যামেরার সামনে শুধু একটা হাসি দিবেন। আর কিচ্ছু না।"
বৃদ্ধঃ না রে বাবা। আমি পারব না।
এখন কোম্পানীর লোক পুরা খেপছে। "কেন আপনি পারবেন না? দাম দিতেছি ভাল্লাগে না?"
বৃদ্ধঃ দেখো বাবারা, আমার যেতে সমস্যা নাই। কিন্তু সকাল বেলা টিভির সামনে বলব কী করে; দুপুরের আগে আমার রক্ত বমি বন্ধই হয় না !!!
নাম্বার ৩
ইউরোপের এক মহিলা প্রচণ্ড সিগারেট খান। কিন্তু খুব সতর্ক থাকেন যেন ঠোট কালো না হয়। কিন্তু খুব ভাব নিয়ে সবচেয়ে কড়াটা টানেন, "The horse" মানে, "ঘোড়া"।
ঠোঁট কালো যেন না হয়, তাই সিগারেটে কনডল পেঁচান, পিছনে ফুটা করেন। এরপর টানেন।
ত তিনি ফার্মাসী যেয়ে কনডম চাইলেন। দোকানদারের মনে হল মহিলার শরীরের যেই ভাঙ্গাচুরা অবস্থা, এর সাথে ত কোন ছেলের থাকারই কথা না। আর ভাঙ্গাচুরা মেয়েকে বিয়ে করে পুরুষরা উলটা বোঝা নিতে যাবে কেন ! ত উনি জিজ্ঞাসা করল, "আচ্ছা এটা আপনার কী কাজে লাগবে?" উনি বললেন, "আমার ঘোড়াটাকে পড়াবো।"
নাম্বার ৪
১৯৬০ আর ২০১১ এর পার্থক্য কী?
১৯৬০ এ মানুষ দোকানে যেত। জোর গলায় বলত, "ওই এক প্যাকেট সিগারেট দে ত!" আর আস্তে করে বলত, "ঐ ভাই ১পিস কনডম দেন।" (কারণ বাকিরা ফাজলেমি হাসি দিবে শুনলে)
২০১১ সালে মানুষ দোকানে যায়। জোর গলায় বলে, "ঐ এক প্যাকেট কনডম দে ত!" আর আস্তে করে বলে, "ঐ ভাই, এক পিস সিগারেট দেন।" (কারণ বাকিরা শুনলে বোকা আর ছাগল ভাববে)
ডেইলি এরকম জোক্স পেতে এই পেইজে লাইক দেন।
Click This Link
আর এতসব চেষ্টা শুধু এই পোস্টটার জন্য। Click This Link প্লিজ এই পোস্টটা পড়েন। আশা করি আপনার উপকারে আসবেই। আপনার অথবা আপনার পরিবারের। সবাই ভাল থাকবেন।