মরণ হরণ নিখিল স্মরণ জয় শ্রীচরণভরসা"
প্যাচালের মুখোশটুক টান দিলে ঠিক এইরকম মধ্যবিত্তের জীবনই যাপন করি। কাজী সাহেব মধ্যবিত্ত হওয়ার চেষ্টা করছিল শেষ জীবনে। হয় নাই। সবার হয় না।
আমাগো হইছে। তাই আমরা অতি নগন্য বাজে ফালতু লোক। সেই সব মধ্যবিত্ত যারা একটু একটু কইরা মননশীলতা খাসী করার কাজে মহাজনরে তেলাই...
পুনশ্চ: ব্লগারদের কাছে ২ টা অনুরোধ
১. "সবার কথা কইলে কবি"র এমপিথ্রি থাকলে আপলোপ কইরা বাধিত করেন
২. "রামছাগল আর খোদার খাসীতে যুদ্ধ লেগেছে দাদা" কবিতাটা কোথাও খুইজা পাইলে পোস্ট কইরা কৃতার্থ করেন।