এ কেমন হৃদয় আমার , যুগপৎ
ক্ষণে ক্ষণে হারায় সুর ছন্দ, হারায় তাল লয় !
তুমি যদি বসে থাকো হৃদয় আশায় যেথাসেথা
সদা । থাকো বসে ,বসে থাকো । সত্যব্রত হেথা !
শীতের হলুদ পাতারা যদি মনে করে একদিন
আবার রাজনন্দিনী হবে ! অর্বাচীন ভাবনা যত !
হৃদয় যন্ত্রণা বেড়ে চলে , রসহীন শহর ঘুরে ঘুরে
রসাতলে যত রাখি বন্ধন , রাগিণী !
এ হৃদয় , সূর্যস্নানে যায়না বড় ,সেকেলে
সঙ্কলিত সঙ্কোচ হৃদয় রেখে প্রহরায়
কেবলই সতীসাধ্বী আমি !
এ কেমন হৃদয় আমার , যুগপৎ
ক্ষণে ক্ষণে হারায় সুর ছন্দ, হারায় তাল লয় !
তুমি যদি বসে থাকো হৃদয় আশায় যেথাসেথা
সদা । থাকো বসে ,বসে থাকো । সত্যব্রত হেথা !
শীতের হলুদ পাতারা যদি মনে করে একদিন
আবার রাজনন্দিনী হবে ! অর্বাচীন ভাবনা যত !
হৃদয় যন্ত্রণা বেড়ে চলে , রসহীন শহর ঘুরে ঘুরে
রসাতলে যত রাখি বন্ধন , রাগিণী !
এ হৃদয় , সূর্যস্নানে যায়না বড় ,সেকেলে
সঙ্কলিত সঙ্কোচ হৃদয় রেখে প্রহরায়
কেবলই সতীসাধ্বী আমি !
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১