গ্রামে বেড়াতে গিয়েছিলাম, নানুবাড়িতে । গিয়ে দেখি অনেকে এক সাথে বসে টিপিক্যাল বাংলা ছবি দেখছে । ছবির নাম মমতাজ । নাহ্, এ সেই সাজাহানের মমতাজ না, বাংলাদেশের তথাকথিত মমতাজকে নিয়ে সিনেমা । আমি একটা সিন দেথেই যারপরনাই অভিভূত হয়েছি । দেখলাম মমতাজ বেগম আর তার স্বামী বঙ্গপোসাগরে একটি জাহাজে পার্টিতে আমন্ত্রিত । সেখানে তাদের অপমান করতে কিছু লোক আর একটি মেয়ে হিন্দী গানে নেচে যাচ্ছে, যাদের বেশভূষা নিতান্তই অশ্লীল । যারা বাংলা সিনেমাকে আমাদের সংষ্কৃতি বলে মুখে ফেনা তুলে ফেলে, তাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, এটা কিভাবে আমাদের সংষ্কৃতি হতে পারে ? যাই হোক, আসল কথাতে আসি । পার্টিতে নাচ চলতে চলতে একসময় প্রবল ঘূর্নিঝড় শুরু হল । জাহাজডুবি অবশ্যম্ভাবী । এমন সময় মমতাজ আপু গান শুরু করল, "আল্লাহ আমার হায়াত্ দিয়া দে......." । যথারীতি ঝড় থেমে গেল । সবাই মমতাজ বেগমের কাছে ক্ষমা চাইলো । তার দয়ার শরীর । তিনি সবাইকে মাফ করতে দিলেন । এই দেখে আমার সর্বপ্রথম মনে পড়লো আমেরিকার কথা । স্যান্ডির আগ্রাসনে আমেরিকানরা চরম দূর্ভোগে । মমতাজ আপু যদি যদি আমেরিকা গিয়ে গান গায় তবে হ্যারিকেন থেমে যাবে ।আমেরিকানরা বেঁচে যাবে আর মমতাজ বেগমও পুরষ্কার হিসেবে অনেক টাকা কামাই করতে পারবে । তাহলে, মমতাজ বেগমকে কেন আমেরিকাতে এক্সপোর্ট করা হচ্ছে না ? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, এভাবে আল্লাহকে ডাকা এবং ঝড় থামানো, এটা পুরোপুরি ইসলাম পরিপন্থি । ইসলাম নিয়ে এ ধরনের বিকৃতির বিরুদ্ধে কেন কোন ব্যবস্থা নেয়া হবে না ? চতুর্থত, অনন্ত যখন বাংলা সিনেমায় কাড়ি কাড়ি টাকা ঢালছে তখন তাকে আহাম্মক পেয়ে সবাই তাকে নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করছে । ব্যক্তিগতভাবে আমি মনে করি, জলিল বলদ এবং সে এরই উপযুক্ত । কিন্তু শুধু তাকে কেন, কেন মমতাজের মত মানুষদের সমালোচনা করা হচ্ছে না ? আমার পন্ঞ্চম ও শেষ প্রশ্ন হলো, এসব অপসংষ্কৃতি রোধে কেন কোন ব্যবস্থা নেওয়া হবে না ? সমাজের সচেতন মানুষদের কাছে এই পাঁচটি প্রশ্ন রেখে গেলাম ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩