মাইক্রো ব্লগিং সাইট ফেইসবুক এখন আগের যেকোনো সময়ের থেকে অনিরাপদ এবং অরক্ষিত! ফেইসবুকের নিরাপত্তা বিষয়ে সামান্যতম জানাশোনা না থাকার পরও অনেকেই প্রোফাইল/পেইজ খুলছেন? এমনকি ইউজার আইডি (ই-মেইল এড্রেস) পর্যন্ত অনেকে মনে রাখতে পারছেন না! প্রতিদিন পরিচিত কেউ না কেউ ভাইরাসের শিকার হচ্ছেন এবং জেনে না জেনে অন্যকেও আক্রান্ত করছেন! এর থেকে বাঁচা সম্ভব। প্রয়োজন সচেতনতা এবং নিজেকে সামলে রাখার ইচ্ছা।
ফেইসবুকে ভাইরাস!
ফেইসবুকে এদানিং এডাল্ট কন্টেন্ট, আশ্চর্যজনক ছবি, ভিডিও বা খবরের লিংকের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে! কেউ এইসব লিংক খোলা মাত্র ভাইরাস ফেইসবুক এমনকি কম্পিউটারে জায়গা করে নেয়। এরপর ফ্রেন্ডলিস্টে থাকা লোকজন এমনকি গ্রুপ পেইজেও বাজে লিংক পাঠানো শুরু করে! এভাবে একের পর এক ইউজার ভাইরাসে আক্রান্ত হচ্ছেন! আর তার সাথে ইজ্জতের বারটা বাজছে!!
কি করবেন?
প্রথমত, নিউজফিডে বা মেসেজ বক্সে অপরিচিত কারো পাঠানো লিংক খুলবেন না, তা যতটা উত্তেজনাকর হোক না কেন! নিজেকে সামলে নিন, বেঁচে যাবেন। কেউ জরুরী কিছু লিংক হিসাবে পাঠালে তা প্রিভিউ এর মাধ্যমে পরখ করে নিন। ইউআরএল শর্টেনিং সার্ভিস প্রদানকারীরা প্রিভিউ দেখার সুযোগ দেয়। প্রিভিউ দেখার সুযোগ না থাকলে তা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে, অতএব সাবধান!
দ্বিতীয়ত, নিজেকে আক্রান্ত মনে করলে যথাশিগ্র সম্ভব পাসওয়ার্ড বদলে ফেলুন। পারলে একটু জটিল পাসওয়ার্ড (এলফাবেট+সংখ্যা+চিহ্ন) দেয়ার চেষ্টা করুন। কাউকে আক্রান্ত দেখলে তাকে তা জানান। যেভাবে পাসওয়ার্ড বদল করবেনঃ
1. Log in to your Facebook Account.
2. Click Account > Account Settings. The My Account page appears.
3. Click the Change link next to Password.Three text boxes appear.
4. Type your current password into the Old Password text box.
5. Type a new password into the New Password text box.
6. Re-type the new password into the Confirm Password text box.
7. Click the Change Password button.
তৃতীয়ত, ফেইসবুকে অনেক এপস আছে যা অপ্রয়োজনীয়। এদের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। অপ্রয়োজনীয় সব এপস থেকে এখনই মুক্ত হোন। যেভাবে মুক্তি পাবেনঃ
1. Go to Account > Privacy Settings.Choose Your Privacy Settings page appears. At the bottom of the page is a header called Apps and Websites.
2. Click the Edit your Settings link under Apps and Websites. The Apps, Games, and Websites page comes up.
3. Click the top Edit Settings button (by Apps You Use). The Apps You Use page comes up listing all the apps you’ve allowed to have access to your account.
4. Go through the list and be sure you know each and every one of the apps.
If you’re unsure if the app is trusted or if you want to remove an app:
1. Click the Edit Settings button next to the app.
2. Click the Remove App link.
চতুর্থত, অবস্থা বেশী বেগতিক হলে কয়েক দিনের জন্য ফেইসবুক একাউন্ট ডি-এক্টিভেট করে দিন। এটা উচ্চ মাত্রার এন্টি-বায়োটিক। কাজ না করলে কম্পিউটারটি সরাই-খানায় নিয়ে যান। হার্ড-ড্রাইভ ফরম্যাট করে নিন। ভালো একটি এন্টি-ভাইরাস কিনে সেটআপ দিন।
এখন আবার মান সম্মান নিয়ে ফেইসবুকিং শুরু করুন, ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮