জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা জজ কোর্ট আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের জন্য একটি স্টল রাখা হয়েছিল। আইন-আদালতের মত কাটখোট্টা ব্যাপারের সাথে রক্ত দানের মত কাজের তেমন সম্পর্ক না থাকলেও আয়োজকদের এমন উদ্যোগ প্রশংসনীয়। সন্ধানী এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ইউনিট সন্ধানী ডোনার ক্লাব, সুনামগঞ্জ এর সহযোগিতায় গত ২৮ এপ্রিল জেলা আইনজীবী সমিতির সামনের ছায়া ঢাকা প্রাঙ্গনে রক্ত সংগ্রহের কাজে অংশ নিয়েছিল।
সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটানা কাজ করে মাত্র ২১ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছিল। সিভিল সার্জন মহোদয়ের বিশেষ উদ্যোগ না থাকলে অবশ্য ৫ ব্যাগ রক্ত সংগ্রহীত হত কিনা সন্দেহ! তবে উৎসুক জনতার ভিড় সামলাতে আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবককে হিমশিম খেতে হয়েছে। গ্রামের একজন মহিলা রক্ত নেয়া দেখে পাশের স্টলে গিয়ে জিজ্ঞাস করলেন রক্ত নিলে মানুষ বাঁচে কিভাবে? স্টলে বসা একজন এনজিও কর্মী প্রতি মাসে যে রক্ত দেয়া যায় তা খুব আত্মবিশ্বাসের সাথে বোঝাচ্ছিলেন! আদালত পাড়ার শিক্ষিত অনেককেই দেখলাম এড়িয়ে যেতে, রক্তদান নিয়ে হাসি তামশা করতে। এসবের জন্য আমাদের অসচেতনতা অনেকংশে দায়ী।
প্রসবকালীন সময়ে যে রক্তের প্রয়োজন হতে পারে তা শহরের অনেক স্মার্ট পরিবার জানার প্রয়োজন মনে করে না। এমনও ঘটেছে যে রক্তের প্রয়োজনের সময় আত্মীয় স্বজন রোগী ফেলে পালিয়ে গেছেন! যে কেউ খুব সহজেই পাশের ক্লিনিক বা হাসপাতালে গিয়ে নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে রাখতে পারেন এবং প্রয়োজনে চটজলদি রক্ত দিতে পারেন। প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচিয়ে দিতে পারে।
৫০ কেজি ওজনের ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত যেকোনো সুস্থ ব্যক্তি বছরে সর্বোচ্চ ৪ (চার) বার রক্ত দিতে পারেন। উল্লেখিত বয়সে একজন ব্যক্তির সর্বমোট ১৮৮ বার রক্ত দেয়ার সুযোগ থাকে। আর প্রতি ব্যাগ রক্তই একেকটি জীবনের সমতুল্য। একজন সুস্থ ব্যক্তির শরীরে ৫০০০ মিলি লিটার বা ৫ লিটারের মত রক্ত থাকে। রক্তদানের সময় মাত্র ৪০০ থেকে ৪৭০ মিলি লিটারের মত সংগ্রহ করা হয়ে থাকে যা মোট রক্তের ৮ থেকে ৯.৫ শতংশ মাত্র। যা সহসাই পূরণ হয়ে যায় এবং তিন মাস পর শরীর আবার রক্ত দেয়ার জন্য প্রস্তুত হয়ে উঠে।
রক্ত নিয়ে জনসাধারণের মধ্যেকার খামখেয়ালী আচরণ প্রচার মাধ্যমেও লক্ষ্যনীয়। অথচ প্রচার প্রচারনার মাধ্যমে খুব সহজেই রক্তের চাহিদা এবং রক্ত দানের মধ্যে পার্থক্যটা দূর করা যেত। স্বেচ্ছাসেবক তৈরির পাশাপাশি সাধারণ মানুষজনের মধ্যে রক্তদান সম্বন্ধে আগ্রহী করা যেত। এই উপলক্ষে রক্তদান করা হয় এটাই ছিল কষ্টসৃষ্টে জোগাড় করা ২১ ব্যাগ রক্ত সংগ্রহের মিডিয়া কভারেজ!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ রাত ১:৩২