কম বেশি সবার জীবনেই কিছু খারাপ সময় আসে। তবে এটা চিরস্হায়ী না আসে আবার চলেও যায়। নিরবিচ্ছিন্নভাবে খারাপ সময়ে থাকা যায় না, এটা সম্ভব ও না। অনেক সময় এমনও হয় আজকের কষ্ট খারাপ থাকার কারণই একসময় হাসির কারণ হয়ে যায়। তাছাড়া সবসময় খারাপ থাকার মাধ্যমে একসময় খারাপ থাকার বোধটাই নষ্ট হয়ে যায়।
আল্লাহ মানুষকে পরিক্ষা করার জন্য অনেক রকম সমস্যায় রাখেন আবার তিনিই উদ্ধার করেন। মাঝখানের সময়টাতে ধৈর্য্য ধরা অনেক বড় আল্লাহর নেয়ামত। সবাই ধৈর্য্য ধরতে পারে না।
.
আমার সময়টা এখন অনেক অদ্ভুদ রকমের খারাপ অবস্হায় যাচ্ছে । এর থেকেও খারাপ অবস্হায় যাওয়ার কথা যদিও আল্লাহর রহমতে ভাল আছি।
সবসময় চাইলেও ভাল থাকতে পারিনা বিভিন্ন সমস্যার কারণে তারপরও চেষ্টা করি নিজেকে ভাল রাখার, হাসি খুশি থাকার।
অবশ্য এই ভাল থাকার অভিনয় করার শক্তিটাও আল্লাহ প্রদত্ত। আল্লাহর শুকরিয়া। শুধু আমাকে প্রদান করা নেয়ামতের শুকরিয়া কয়েকবার জন্মগ্রহন করেও করা সম্ভব নয়। তাই খারাপ থাকাটা আর মনে রাখতে চাই না বরং আল্লাহ ধৈর্য ধরার তাওফিক প্রদান করুন এই দুঃসময়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:১৯