হিরো আলম মনোনয়ন পত্র নেওয়ার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেল গুলো তার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। তার ভিতর একাত্তুর টিভি একটু বেশি ইন্টারভিউ নিয়ে একধরনের পৈচাশিক ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। গত কালও একটা ইন্টারভিউ দেখলাম যেখানে উপস্হাপিকা অপমানজনক প্রশ্ন করছে। ধিক্কার জানাই এই উপস্থাপিকাকে তার এমন অপমানজনক প্রশ্ন করার জন্য। প্রার্থী হওয়া, নির্বাচন করা, নির্বাচনে ভোট পাওয়া না পাওয়ার বিচার করবে জনগন। একজন উপস্থিপিকা হয়ে তাকে এমন অপমান করার তো অধিকার তার নেই।
উপস্থিপিকা তার কাছে প্রশ্ন করলো ”আপনি তো মজা করেন এবং জনগন মজা নিয়ে থাকে আপনি কি মনে করেন সংসদ মজা করার জায়গা??” মজা করা তার পেশা হতে পারে তাই বলে সংসদের সাথে তুলনা কেন হবে?? সংসদ তো খেলা করা, গান করা, অভিনয় করার জায়গা না তারপরও তো খেলোয়াড়, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীতে ভরে গেছে।
বাংলাদেশের রাজনীতিতে গুন্ডাপান্ডা, চোর, লম্পট, মাফিয়া টাফিয়াতে ভরে গেছে। তাদের থেকে তাকে অযোগ্য বলা চলে না।
বুদ্ধিমান লোকেরাই পুকুর-সাগর সব চুরি করতে পারে, কম বুঝা লোকে চাল গম চুরি করতেও ভয় পায়।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১