রিমোটটা হাতে নিয়ে এক চ্যানেল থেকে অন্য চ্যানেল এ ঢু মারতেছিলাম। কোন অনুষ্ঠানই ভালো লাগছিলো না।
হঠাৎ খবর শুনতে পাইলাম--
আন্দোলনের মুখে ও বাস্তবতার নিরিখে সরকার মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। সেই সাথে বাতিল করেছে মুক্তিযোদ্ধা নাতি-পুতি কোটা। সরকার অনান্য কোটাসমুহ পুনুরায় বিবেচনার সিদ্ধান্ত গ্রহন করেছে।
একেবারে বিলুপ্তি না হলেও এবারের আন্দোলন থেকে দাবী অর্ধেক ফল পাওয়া গেল। আর একবার জাগতে পারলে পুরো সফলতা আসবে নিশ্চয়।
খবরটা শুনে মন আনন্দে নেচে উঠলো। ক্লোজ ফ্রেন্ড রানাকে খবরটা জানাতে টেলিফোন সেটের দিকে দিলাম একটা ভো-দৌড়।
ও......মা........!

আমি যে স্বপ্ন দেখছিলাম এটা বুঝতে পেরে মেজাজটা বিলা হয়ে গেল। দেখি একটু রেষ্ট নিয়ে ডাক্তার আংকেল এর কাছে যাবো।

কিন্তু সত্যি সত্যি টিভি অন করে দেখলাম সেরা রিয়েলিটি শো “বাংলার পুলিশের দাপট ও বীরত্ব”।







সারকথা: প্রতিটি মানুষই কোটা প্রথার পুনঃবিবেচনা চাই। সেটা স্বপ্নে হউক আর শাহবাগে হউক।