আমি ভোগাচ্ছি তোমাকে
এবং লুটেপুটে খাচ্ছি।
তুমি ঠকাচ্ছ তাকে?
বা! কি মজা! মিথ্যায় ভাসছ।
ও কাঁদাচ্ছে আমাকে
ফাঁসিয়ে হাসছে সুখী হতে চাইছে।
আমরা সবাই মেতেছি
দুষ্ট খেলা খেলছি
বিবেককে বন্দী রেখেছি।
এভাবে অবশেষে সবাই সবাইকে কাঁদাই
বুঝি সবই চিন্তা তবু একটাই
আমার সব চাই
আর সবাই মরে যাক
বাঁচব আমি একাই।
কামনায় বাসনায় নিজেকে ডুবাই
অসীমে আমি যে একাই।
ওরে বোকা! বাঁচা কি যায় একা?
সহজ জীবনে পাই শেষে ধোঁকা।
পথ ছিল সোজা বেছে নিলাম বাঁকা
লোভের মায়াজালে ঘুরতেই থাকা।
তবু নাই শিক্ষা নাহি লই দীক্ষা
অন্তর জুড়ে মোর শয়তানী বুভুক্ষা।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে
ভাবনা উকি দেয় মাঝে
আমি তো সুখী নই
সুখী তবে হল কে?
একজন সেইজন সুখ যে বোঝে না।
অন্তরে বেঁধেছে বাসা দিচ্ছে কুমন্ত্রণা।
কুমন্ত্রণাদাতা অপদেবতা সেই নষ্টা
সবাই একাট্টা।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২