সাদা সাদা মেঘ দলে দলে উড়ে
অসীম আকাশ নীল চোখে দেখে
সুখী পাখি উড়ে যায় দিগন্তে
কেশ বন দোলে তালে তালে নাচে।
শান্ত নদী মৃদু উত্তেজনা বুকে
পালতোলা নৌকা মাঝি দাঁড় হাতে
শুভ্র হাস ঝাঁকে ঝাঁকে ভাসে
জেলেরা ব্যস্ত মৎস্য আহরণে।
চঞ্চল বঁধু মাথায় ঘোমটা, মাটির কলসী কাঁখে
আনত নয়নে উঁকি ঝুঁকি মারে
চলমান পথিক মুগ্ধ মননে
চেয়ে রয় অপলক, দৃষ্টি নাহি সরে ।
দিগন্তে সূর্য, সলাজ হাসে।
আকাশে সাত রং ধনুক হয়ে ভাসে
শান্ত হয় নদী, মাঝি ফিরে ঘাটে
ব্যস্ত বঁধু ফিরে যায় নীড়ে।
শরৎ সন্ধ্যা অবশেষে নামে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩