একজন প্রৌঢ়, একজন যুবক, একজন কিশোর
গলি পথের মোড়ে দণ্ডায়মান।
বক্তা একজন, শ্রোতাদ্বয় নিবিষ্ট।
একজন মহিলা, হাতে বাচ্চার হাত
ব্যস্ত চায়ের দোকানি,
বিশ্রামরত রিকশাওয়ালা
সুখটানে বিভোর দিন মজুর।
টুং টাং শব্দ এবং ফেরিওয়ালার চিৎকার।
বক্তা একজন, শ্রোতাগন চিন্তিত।
সুখী জীবনের হাতছানি, দোদুল্যমান মন।
জটলা বড় হয়, একসময় শেষ হয়।
শেষে শ্রোতাগন গন্তব্যে রওনা হয়,
পৌঢ় দাঁড়িয়ে থাকে,
চোখে স্বপ্ন-নতুন পৃথিবীর প্রত্যাশা,
সুখী সমাজ ও সুখী মানুষের পৃথিবী।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭