লোভ আমাকে করছে তাড়া
ক্রোধ কিন্তু বসে নেই
বাহিরে আমি মানুষরূপী
অন্তরেতে ইতর হই।
জন্তু কিংবা জানোয়ার বলি
নীতিবোধের প্রশ্ন নাই,
আমি যে শুধু মুখোশধারী
ভণ্ডামিতে সেরা হই।
পাহাড় পর্বত বৃক্ষরাজি আকাশের ঐ নক্ষত্র মালা,
শীতল পরশের ঝর্ণাধারা সৌন্দর্যে সব অপরূপা।
প্রকৃতির সব স্বর্গছোয়া হাত জাগিয়ে দিচ্ছে মায়া,
আমি অধম নর পাষন্ড মন যে আমার দেয়না সাড়া।
আমি আছি আমাকে নিয়ে,
ন্যায় অন্যায়ের বালাই কিছে,
ভোগের সুখের লোভের কাছে,
আর যে সব শুধুই মিছে।
হিংসা, মিথ্যা, অনাচার সব,
বাকী নাই আর কোন শয়তানী,
সহজ সরল জীবনটাকে,
করলাম শুধুই জাহান্নামী।
সুখী হতে চেয়েছিলাম ভাই
হেন কোন অন্যায় করিনি তাই,
অসৎ পথের মিথ্যা দর্শন,
অসুখীর পরশ সারাটা জীবন।
জীবন সায়াহ্নে অবশেষে এসে
ক্ষমা চাই আমি তোমাদের কাছে,
ভুল করে আর করো না এমন
সহজ এই জীবন রাখবে তেমন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১১