বাস্তবতা
প্রাচীন রাজ-অশোক গাছের নিচে তোমার
সবুজ স্মৃতি, আজও নীল কপোতির মত
ডেকে যায় আমাকে প্রতিনিয়ত
চক্কর কেটে কেটে বাকবাকুম বাকবাকুম।
আজও কান পেতে রই বাতাসের গানে
তোমার নুপুরের গান শুনব বলে,
তোমার আদুরে তিরস্কারে জর্জরিত করব
মগজের অবশিষ্ট প্রতিটি নিউরন।
স্বপ্ন
এখনো স্বপ্ন দেখি অদ্ভুত রাতের তারার সাথে
ঝর্ণা হয়ে নামছি জাফলং থেকে নায়াগ্রা,
মদের পেয়ালায় জ্বলে ওঠা আনন্দের
বুদবুদের সাথে মিলিয়ে জাচ্ছি প্রতিটি চুমুকে।
ফেনিল ঢেউের প্রতিটি চুম্বনে
ছুঁয়ে জাচ্ছি তোমার রঙিন আলতা,
বাতাসের প্রতিটি ঘূর্ণির বাঁকে জড়িয়ে
ধরছি তোমায় দক্ষিণাবর্তের সাইক্লোন হয়ে।
ভেসে চলা জোড়া ডলফিনের সাথে
আটলান্টিকের স্রোতের নাচে, কখন বা
অদ্ভুত প্রজাপতির ডানায় উড়ে
আমাজনের সবুজ চিরে অ্যাঞ্জেল, গুয়াজু।
ঘাসফুলের শিশিরের মত প্রতিটি
ভোঁরে ঝরে পড়ছি তোমার মনের
পেয়ালায়, আমাজন থেকে সুন্দরবনের
প্রতিটি বৃক্ষের পাতায় পাতায়।
পাতাগোনিয়ার সাদা গ্লেসিয়ারের বুকে
নীল আকাশের মেঘে তোমার বাসর,
লা প্লাটার অভিসারে আফ্রিকান গ্রে
প্রতিটি শিরায় বয়ে যায় ক্রিস্টাল নদী।
উপলব্ধি
আফসোস এলিটা, কেন যে মুছে ফেলছি সব কটি
কবিতা, লাইনে লাইনে নতমস্তক প্রেমিক ছায়া।
আমি আজ খোলসে শামুকের মাংসপিণ্ডের মত
লুকিয়ে থাকা শতসহস্র বছরের জীবন্ত জীবাশ্ম,
তোমারি অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৪