বাকা চোখে না তাকিয়ে সোজা চোখে তাকাস
চোখে চোখ পড়ে গেলে আড়ালে কেন লুকাস?
তোর ওই এলোমেলো কেশে, বেঁধে গেল মনটা
এখন শুধু তোকে ভেবেই
কাটে সারা দিনটা।
একটু ভেবে দেখ না তুই, পড়ছে না কি মনে
দুজনের সেই ছোট্ট পথচলা
ইলশেগুড়ির দিনে।
সন্ধ্যার পরে, হাজারো কথার ভীড়ে, নটা থেকে দশটা
এখন কথার সঙ্গী থাকে
সিগারেট পাঁচ-সাতটা!
এখন আর হয় না কথা, তুইও নিস না খোঁজ
এতই ব্যথা দিয়েছিস যে তুই
মরছিই হররোজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





