বিভিন্ন পত্র-পত্রিকা, সাংবাদিক বন্ধু-বান্ধব, পুলিশ বন্ধু-বান্ধব-আত্মীয়, শিক্ষক বন্ধু-বান্ধব-আত্মীয়দের মাধ্যমে জানতে পারলাম উৎসব মুখর পরিবেশে দেশে ২৩৪টি পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। কোথাও কোথাও ১২ ঘন্টা এগিয়ে গত রাত থেকে শুরু হয়ে গেছে সিল মারা, ব্যালট ভরা, বাক্স ভরা ইত্যাদি। লোক দেখানো হিসেবে কয়েক জায়গায় আবার ভোট গ্রহন বন্ধ রাখা হয়েছে। বিকেল পর্যন্ত না জানি আর কি কি নিউজ পড়তে হয়।
আশার কথা হলো ফলাফল ঘোষনার পর আমরা জানতে পারবো যে, ২০০+ আসনে সরকারদলীয় মেয়র প্রার্থীরা জয়লাভ করেছে আর বাকিরা কয়েকটি জায়গার আসনগুলি ভাগাভাগি করে নিয়েছে। যাই হউক, আমার কোন মাথা ব্যাথা নেই। এরা না আসলে অন্য কেউ আসতো, তবে চরিত্র একই হতো।
আফসোস হলো, আগামী কাল থেকেই পত্রিকা, টিভিসহ গনমাধ্যমগুলো নতুন কতগুলো চোরের ভয়াল মুখের হাসি দেখতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮