উপরের ছবিটি SAMSUNG GALAXY S4 মোবাইল Android Lolipop 5.0.1 version দিয়ে হাতের ইশারা পদ্ধতিতে নেয়া। আশাকরি অন্যান্য ভার্সনেও কর্মপদ্ধতি প্রায় একই রকম হবে। না হলেও খুব কাছাকাছিই হবে যা সহজেই আপনারা করতে পারবেন। প্রথমেই ধরে নিই, আপনার হাতে এন্ড্রয়েড চালিত একটি ডিভাইস আছে। প্রচলিত লাইফ-স্টাইলে এন্ড্রয়েড থাকাটাই স্বাভাবিক, বরং না থাকাটাই বেমানান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের ডিভাইসটির স্ক্রিণশট নেয়ার প্রয়োজন পড়তে পারে। তাই আসুন জেনে নিই স্ক্রিণ শট নেয়ার সহজ পদ্ধতি।
প্লে-স্টোরে খুঁজলে হয়ত স্ক্রিণশট নেয়ার অনেক এপস পাওয়া যাবে। আমি সেদিকে যাই নি। কারণ তার জন্য আপনাকে ডাটা কিনে প্লে-স্টোর চালু করে তারপর ওই এপসটি ডাউনলোড করে স্ক্রিণশট নিতে হবে। কিছুদিন পরপর আবার এপসটি অটো আপডেট হবে। ফলে আপনার ডাবল ক্ষতি হবে। প্রথম ক্ষতি: আপনার কেনা ডাটা লস হচ্ছে এপস নামাতে এবং আপডেট হতে গিয়ে। দ্বিতীয় ক্ষতি: মেমোরি লস। নাহ, আপনার মেমোরি নাহ; মোবাইলের মেমোরি লস। কারণ এপ্সটি ইন্সটল হবে আপনার মোবাইলের মেমোরিতে (মেমোরি কার্ডেও করা যাবে) যার প্রভাব অতি সামান্য হলেও আপনার প্রিয় মোবাইলটির পার্ফম্যান্স ও তার র্যামের (রেম পড়ুন) উপর পড়বে।
আচ্ছা, বলুনতো কেমন হয় যদি কোন এপস ডাউনলোড না করে, মোবাইলের একটা একটা অপশন চালু করে হাতের ইশারায় আপনার এন্ড্রয়ডের স্ক্রিণশট নেয়া হয়ে যায়?? চমৎকার হবে না?? আমি মনে করি বেশ চমৎকার হবে। আমি এখন আপনাদের সেই পথেই নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে।
আপনার এন্ড্রয়েড ডিভাইসটি হাতে নিন। নিয়েছেন তো? এবার এক কাজ করুন, উপরের ছবিটিতে দেখুন নিচের দিকে ডান কোনায় ১৬টি ডটের একটি বর্গক্ষেত্র আছে যা আমি লাল রঙ দিয়ে অসমগোলাকার করে চিন্হিত করেছি। সেটিতে ট্যাপ করুন - সহজ কথায় এপস এ টাচ করুন।
এবার উপরের ২য় ছবিটি ফলো করে সেটিংস এ যান, এখানেও দেখেন লাল রংয়ের অসমবৃত্ত দিয়ে সেটিংস চিন্হিত করা আছে। তারপর ৩য় ছবিটির মতো My Device এ যান। এখন ছবিটির মতো Motion and Gestures এ ট্যাপ করুন।
এবার দেখুন তিনটি অপশন এসছে। এদের সবার নিচেরটি Palm & Motion. Palm & Motion এ ট্যাপ করুন। এবার দেখেন Palm & Motion হেডিংটির ডান পাশে স্ক্রল সুইচটি অফ (ডার্ক হোয়াইট কালার) আছে। আংগুল দিয়ে সুইচটিকে ডানপাশে সরিয়ে নিন। দেখুন সবুজ কালার (লাইভ কালার) হয়ে গেছে। চিত্রে দেখুন:
আপনার কম্ম সাধন হয়ে গেছে। এবার মোবাইলের যে পর্দার শট নিবেন সেটি অপেন করে মোবাইলটি হাতের তালু বা টেবিল বা কোন সমতলের উপর রেখে মোবাইলের স্ক্রিণের উপর দিয়ে ডানপাশ থেকে বামপাশে মশা মারার স্টাইলে নিয়ে আসুন, লক্ষ্য রাখুন মোবাইলের ফ্রন্ট ক্যামেরা যেন আপনার হাতের এই মশা মারা বোঝতে পারে। এবার স্ক্রিণের দিকে তাকিয়ে দেখুন একটা স্ক্রিণ সেভ হচ্ছে। মোবাইলে পিকচার তোলার পর যে রকম নোটিফিকেশন দেখতে পাই স্ক্রিনের বামপাশের উপরের কোণায়, সেরকম একটি নোটিফিকেশন সিম্বল দেখতে পাবেন সেখানে। ব্যাস হয়ে গেল আপনার স্ক্রিনশট নেয়া। এভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার পরও যদি আপনার কাজ না হয় তাহলে পোষ্টটি আবার পড়ুন এবং চেষ্টা করুন। কাজ না হয়ে যাবে কোথায়।
এই পোষ্টটি ভিটামিন সি এর সম্পূর্ণ নিজ হাতে লেখা। কোন কপি পেষ্ট নাই। কারও সাহায্যও নেয়া হয় নাই। কেউ যদি নিজের মনে করে কোথাও চালিয়ে দিতে চান, দিন না, ভিটামিনের কোন বাধা-নিষেধ নেই। প্রযুক্তি জ্ঞানের জন্য কোন প্রকার বাধা-নিষেধ বা ভ্যাট আরোপযোগ্য নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮