সহীহ্ আবুলনামাঃ-
একটা আবুল, দুইটা আবুল, কত আবুল দেশে-
অনেক আবুল আছে দেখো রাজ-রাজরার বেশে।
এক আবুলে সেতু খাইলো, আরেক আবুলে ব্যাংক-
একটু খানি দেখনা চেয়ে আবুলদেরই র্যাঙ্ক।
চুরি করে আবুল মিয়া হইলো আবার দেশ প্রেমিক-
এই আবুলই আবার নাকি একাত্তুরের সৈনিক।
কত্ত আবুল রিকশা চালায় ঢাকার রাজপথে
আরো আবুল ছড়িয়ে আছে বাংলার পথে-ঘাটে।
বাংলার বধূ সিনেমাতে আবুল মামা ছিলো-
আবুল মামার কারসাজিতে সংসারটা রসাতলেই গেল।
এমন আবুল আরো আছে দরবেশের ভেক ধরে-
আবুল নামা পাঠ্য এবার বাংলার ঘরে ঘরে।
ছোট্ট বেলায় বিটিভিতে দেখেছিলাম এক নাটক
আবুল নামের জামাই একটা নিয়ে এল ঘটক।
সানাই বাজল, বিয়েও হলো তানিয়াপুর সাথে-
আবুল মিয়া ঘর জামাই টের পেলাম প্রভাতে।
বিদেশ থেকে শ্বশুর মশাই ঘরে ফিরে হাঁকে,
"আব্দুল, লাগেজটা উপরে নিয়ে আয়,"
আবুল বলে, "জ্বী আজ্ঞে, আমি আব্দুল নই, আবুল মশাই।"
শ্বশুর এবার আবার হাঁকে,
"কাজের ছেলের নাম আব্দুল আর আবুল হইলেই কি হয়?"
জানেন তো মামারা আবুল কারে কয়?
"মাথায় যার বুদ্ধির গেরো, আবুল তারেই কয়। "
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০২