লিটল বয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট বেলা আড়াইটায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী বিশ্ব মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাপানের হিরোশিমা শহরের ওপর পারমানবিক বোমা ‘লিটল বয়’ ফেলে।মুহূর্তের মধ্যে শহরটি ধুলোয় মিশে যায়।ইতিহাসে এটি দিত্বীয় পারমানবিক বিস্ফোরন, প্রথম বিস্ফোরন ছিল ‘ট্রিনিট্রি টেস্ট’।‘লিটল বয়’ বোমাটি অসফল পারমানবিক বোমা ‘থিন ম্যান’ এর ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছিল। লিটল বয় বোমাটির ওজন ছিল ৪৪০০ কেজি, ভূমিতে পতিত হতে সময় নেয় ৫৭ সেকেন্ড।বিস্ফোরনের সময় তাপমাত্রা হয়েছিল ৩৯০০ ডিগ্রি সেলসিয়াস।বিস্ফোরনের পর ১ মাইল ব্যস্যার্ধের এলাকা জুরে ধ্বংশলীলা শুরু হয়ে যায়, হিরোশিমার প্রায় ৯০ ভাগ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।প্রানহানি ঘটে প্রায় ১৪০,০০০ লোকের।লিটল বয় বোমাটি বহন করে নিয়ে যাচ্ছিল একটি বি-২৯ সুপারফোর্টেস বিমান, যার পাইলট ছিল কর্নেল পল টিবেটিস।বিমানটির নাম ছিল এনোলা গে, যা ছিল পল টিবেটিস-এর মায়ের নাম।মাত্র একদিন আগেই বিমানটির এ নাম রাখা হয়।বোমা বিস্ফোরিত হওয়ার পর ধ্বংসলীলা দেখে বৈমানিক পল টিবেটিস বলেছিল, হায় ঈশ্বর এ আমরা কি করলাম!
লিটল বয়
ওজনঃ ৪,৪০০ কেজি
দৈর্ঘ্যঃ ১০ ফুট,পরিধিঃ ২.৪ ফুট
বোমা পতনে সময় লাগেঃ ৫৭ সেকেন্ড
তেজস্ক্রিয় পরমানুঃ ইউরেনিয়াম-২৩৫
বিস্ফোরনের মাত্রাঃ ১৩ কিলোটন টিএনটির সমান
বহনকারী বিমানঃ বি-২৯ সুপারফোর্টেস
বৈমানিকের নামঃ কর্নেল পল টিবেটিস
ফ্যাট ম্যান
প্রথম পারমানবিক বিস্ফোরনের তিন দিন পর জাপানের নাগাসাকি দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিস্ফোরন ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র । এবার বোমাটি ছিল ৪,৬৩৩ কেজি ওজনের ‘ফ্যাট ম্যান’।বোমা বহনকারী বিমানটি ছিল একটি বি-২৯ বক্সকার, বৈমানিকের নাম ছিল চার্লস সুইনি।বোমাটির মূল লক্ষস্থল ছিল জাপানের শহর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নাগাসাকিকে লক্ষ হিসেবে নির্ধারন করা হয়। আকাশ মেঘে ঢাকা থাকার কারণে সঠিকভাবে লক্ষ নির্ধারন সম্ভব হয়নি তাই এটি হিরোশিমার তুলনায় কম ক্ষতি সাধন করে।প্রায় ঊনচল্লিশ হাজার লোক ঘটনাস্থলেই মারা যান।এই বিস্ফোরনের কারণে এখন পর্যন্ত প্রায় ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটেছে।
ফ্যাট ম্যান
ওজনঃ ৪,৬৩৩ কেজি
দৈর্ঘ্যঃ ১০.৭ ফুট, পরিধিঃ ৪ ফুট
বোমা পতনে সময় লাগেঃ ৪৩ সেকেন্ড
তেজস্ক্রিয় পরমানুঃ প্লুটোনিয়াম-২৩৯
বিস্ফোরনের মাত্রাঃ ২১ কিলোটন টিএনটির সমান
বহনকারী বিমানঃ বি-২৯ বক্সকার
বৈমানিকের নামঃ মেজর চার্লস সুইনি
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮