জেনে গেছি, যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
________________________________
পাখাওয়ালা ঘোড়ায় চেপে নৈঃশব্দ্যের সমুদ্র ভ্রমণ আমার জন্য নয়, প্রতিকূলতাকে নিজের করে নেওয়াটাও নয়
আমার জন্য অশ্বক্ষুরের পেষানো ধুলো
ধুলোময় আঁধার
নক্ষত্র-নয়নের গভীরে কাদা-হৃদয়ের হাহাকার
শব্দের শ্লেষ্মা দিয়ে পতঙ্গ বানাবার দক্ষতা আমার নেই
জলের উপরে মাকড়সাকে হাঁটাবার যাদুটাও জানা নেই
আমার জন্য নির্ধারিত পতন
চিড় ধরা মাটিতে তড়িৎ গেঁথে যাওয়া, অগ্নিবলয়ে হারিয়ে যাওয়া
ভাবি, কার জন্য
কাঙ্খিত সেই ঝিনুক খোলা ভোর! গোধূলির উষ্ণ প্রেমময় দৃশ্য!
হৃদয় ভূমিতে কম্পন জাগানো কবিতার শব্দ, ছন্দ ও সুর
আমার জন্য প্রথম আলোয় বিধ্বস্ত সকাল, নরম সূর্যতাপেই পুড়ে যাওয়া
ছাই, ধুলো হতে হতে বিলীন হওয়া
জেনে গেছি
যা তোমাদের জন্য তা আমার জন্য নয়
আমি জটিল সময়ের ফাঁদে আটকা পড়া মুমূর্ষ-হৃদয় অর্বাচীন এক, কবিতাও আমার জন্য নয়।।
____
অদৃশ্য
____
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০