কুড়িটা বছর অস্থির হয়ে আছি
__________________
যান্ত্রিক ময়ূরপঙ্খী
জোয়ারের আগমনে সাপনালা জল কেটে কটে কতোদুর গিয়েছিলাম যুবতী বনে
মাঝির কন্ঠে সুন্দরী পাতার মর্মর ধ্বনি কম্পন জাগিয়েছিলো, ভাটার টানে
মনে আছে গোলপাতা
ঘন সবুজের আড়ালে লুকয়েছিলো ভয় ডোরাকাটা দাগ নিয়ে
অচেনা বৃক্ষ, এখনো কি হেলে আছ জলের উপর ব্যাঘ্রপদচিহ্ণে
আহা সুন্দর বন
কুড়িটা বছর অস্থির হয়ে আছি
আবার যাব বলে সেই কবে থেকে ঝোলা গুছাচ্ছি
সে গুছানো আর শেষ হয় না, কোনদিনও হবে না
অন্তরপিণ্ডে আগুন লাগালে সেখানে সুখের আবাদ হয় না, আবাসও হয় না।।
___ ___ ___
মনুষ্যরূপ ব্যাঘ্ররাক্ষস
_____________
কুটির থেকে দালানকোঠায় মনুষ্যরূপ ব্যাঘ্ররাক্ষসের বসবাস
ত্রিশুলাকৃতি দাঁত নখ জিহ্বায় মাটি মাংস আঁচড়ে, কামড়ে, চেটে চলেছে তারা
তাদের বিষাক্ত দাঁত ও দুর্গন্ধযুক্ত লালার স্পর্শে পচন ধরছে
সুন্দরের দেহে
ক'টা বন্যপ্রাণীর সাথে ক'টা রয়্যাল বেঙ্গল টাইগার
ও এক সুন্দর বন
লুকিয়ে ছিলো মানচিত্রের ভেতরে
তার কিছু আত্মাহুতির প্রতীক্ষায় কিছু পালিয়ে গেছে অভয়ারণ্যে
আরও যাবে হাঁটা ও জল পথে মানচিত্রের বাহিরে
যে দেশে মনুষ্যরূপ নিয়ে কোটি কোটি ব্যাঘ্ররাক্ষস বিরাজমান
সে দেশের বন ও বন্যপ্রাণী থাকারতো কথা নয়
সে দেশের দালানকোঠা রাস্তায় থাকবে শুধু আঁচড়, ক্ষত, মৃতদেহের খন্ডাংশ।।
_____
অদৃশ্য
_____
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪