প্রিয়জন/বন্ধুগন...
কতোনা সময় এই সামুতে আটকে আছে আমার ও আমাদের স্মৃতিচিহ্ণ নিয়ে... অনুভবের অভিজ্ঞতায় বলতে পারি যে ভালোবাসলে ব্যাথা হয় হৃদয়ে... প্রেমিকার আগমন, প্রস্থান অথবা দূরত্বে যেমন হৃদপিন্ডে ব্যাথা হয় তেমনি সামুতে লিখতে বসলে, চলে গেলে, দূরত্ব বাড়লে বা নতুন করে ফিরে আসবার সময়কালেও বুকে ব্যাথা হয়... এটা নিখাদ আবেগ আমি বলি নিখাদ ভালোবাসা... সামুর প্রতি ভালোবাসা
অর্ধযুগের উপর এই সামুর সাথে আছি অথবা সামু আমার সাথে আছে... কি দারুন একটা ব্যাপার... কি দারুন সব অনুভূতি... যা কিনা গল্প করে বা ভাষাতে প্রকাশ কোনকালেও সম্ভব নয়... আমি ভালোবাসতে জানি তবে তার প্রকাশ কতোটুকু করতে পারি তা জানিনা... অবশ্য তার প্রয়োজনও মনে করিনা... আমি ভালোবাসি আমি অনুভব করি... আর ভালোবাসাটা তীব্র হলে যার প্রতি ভালোবাসা সেও অনুভব করবে...
এখানে সামুর অস্তিত্ব হলো আমার প্রিয়জনেরা যারা আমার ভালোবাসাটা অনুভব করতে পারে... আমি বিশ্বাস করি তারা অনুভব করতে পারে, দারুনভাবেই পারে... তাইতো থেকে বা না থেকেও হৃদয়ে ব্যাথা অনুভব করি সামুর জন্য প্রিয়জনদের জন্য...
আজ এই মুহুর্তে মনে হচ্ছে প্রিয় সামুর দেহের চারপাশে নিকৃষ্ট ভাইরাস/ব্যাকটেরিয়ার দল পদচারনা শুরু করেছে... এরা সবসময়ই ক্ষতিকর এরা শুধুমাত্র ধ্বংস করতে জানে অসাধারণ কিছু সৃষ্টি করতে জানেনা... আর এর থেকে প্রতিকারের কোন ব্যাবস্থা আছে কিনা তা স্রেফ সময়ই বলতে পারে... আমি অন্তত জানিনা... আমার তরফ থেকে তাদের জন্য শুধুমাত্র ঘৃণা... এক আসমান পরিমান ঘৃণা...
তাই সামু লাভারস্ আসুন সামুর পেয়েলায় ঘূর্ণায়মান তরলের শেষ চুমুকটা উপভোগ করি... একসাথে... স্মৃতিচিহ্ণতে...
আপনাদের জন্য...
ফিরে আসা
_________
ফিরে আসা ছাড়া কোন উপায় নেই আমার
তোমার উপস্থিতি ও অক্ষরগুলো একত্রিত হয়ে সুনামি হয়ে যায়
প্রবল বেগে এসে ঝাপটা মেরে আমার অন্তরপিন্ডের
স্পন্দন বাড়ায়
ফিরে আসতেই হয় আমাকে
তোমার ছাঁয়ায় নিজেকে জুড়িয়ে নিতে
বহুরূপের স্পর্শে মোহিত ও শব্দহীন কথাগুলোতে আন্দোলিত হতে
বারবার ফিরে আসতে হয় ঘুমহীন স্বপ্নের প্রেরণায়।।
___________
অদৃশ্য
____
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০