সংখ্যা ও নামহীন
_____________
কিভাবে যেন সুন্দর একটি সন্ধ্যা অনাকাঙ্খিত বিষণ্ণতায় ভরে উঠলো, রাত্রির আঁধারগুলো শুধুই বিষকাঁটা
আমার ছোবড়াসুতো ও কার্পাসের বাগানে ছুটাছুটি করছে বৃশ্চিকের দল, ঘুমাতে পারিনা
দন্ডায়মান পায়ের নীচে খেলা করছে টুকরো কাঁচ পাথরেরা
দেহের পর্দা সরিয়ে
প্রতিনিয়ত রক্ত আর হৃদয় খেয়ে যাচ্ছে ওরা।।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬