শব্দের মাঝে শূন্যতা অথবা কবিতা
০
___
পুরনো দেয়াল, দেয়ালে ফাঙ্গাস
ফাঙ্গাসে প্রাগৈতিহাসিক যুগ
তার মাঝে সেঁটে আছে প্রিয়তমার মুখ।।
১
___
মৃতদেহটা আসছে
প্রশস্ত মাঠ ও আঁধার ঢাকা শুনশান পথের ধুলো মাড়িয়ে গড়িয়ে গড়িয়ে আসছে
অনেক দীর্ঘশ্বাস ও কান্নার শব্দে আমার অন্তরবাড়ির বাতাস গুমোট, স্থির হয়ে আছে
রাত্রি দীর্ঘায়িত হলে দু'চোখ তন্দ্রাচ্ছন্ন
মাটি কাটার থ্যাচ থ্যাচ শব্দে ঘুম ভেঙে গেলে দেখি
প্রসারিত গর্তে
সোঁদা গন্ধে
হালকা ঢালের শীতল বিছানায়
তোমার পাশে শুয়ে আছি
তোমার লাশের পাশে শুয়ে আছি
আহ্
আলোগুলো কেমন চিকণ হয়ে আসছে
আমার খুব ঘুম পাচ্ছে, খুব।।
____
অদৃশ্য
____