বছরটা শুরু হল আমার ঘুরাঘুরি দিয়েই..মানে পুরো জানুয়ারীটাই খালি এদিক ঘুরো আর ওদিক যাও। শীতকালিন ছুটি শেষে ঢাকায় ফিরলাম...পরক্ষণেই হবিগঞ্জ ট্যুর! পরের সপ্তায় আবার পাবনায়...তারপরের সপ্তায় আবার আরেক হাতছানি...টু গাজীপুর....গাজীপুর ন্যাশনাল পার্ক!
ঘুরাঘুরি বেশ ভালই লাগে আমার। কোথাও যাওয়ার নাম শুনলেই এক পায়ে খাড়া আমার মামা আমাকে যেদিনই বলল পিকনিকের কথা মহাখুশিতে নাচতে নাচতে রাজি হয়ে গেলাম! কিন্তু পরক্ষণেই সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম!(কারণটা কাউরে কমু না , খুব গোপন ) কি করা যায়, কি করা যায় ! নাহ, চলেই যাব......যা হওয়ার হবে !
হিম শীতল সেই সকালে ঘুম থেকে উঠে হাটা দিলাম! আমি আবার ঘরের কাছের মানুষ তো! যাদুঘরের সামনে এসে দেখি, ওরে বাবা !একি! এত্তগুলা বাস! আমাদের কোন টা ! একটাতেও ব্লগ ব্লগ ভাব নেই। তাই আমার গন্তব্য সামনে। একেবারে একটা গাড়ির সামনে গিয়ে জিসান মামাকে ফোন দিলাম....গাড়ি আর সামনের মানুষ-জনের মধ্যে ব্লগীয় ভাব ছিল.....তবুও নিশ্চিত হতে....! মামা বলল, গাড়ির নাম্বার..(....)! মিলায়ে দেখলাম আরে এইটাই তো !!!
মহাখুশিতে গাড়ির দিকে এগিয়ে গেলাম...উঠলাম...বসলাম.....সবাই এল...চলল গাড়ি....ভুর ভুর ভুর
মধ্যের কাহিনী আর বললাম না...সেগুলো সবাই জানে
মধ্যেখানে আমার কাছে ভাড়া তুলতে এসেছিল কন্টাক্টর মির্জা ভাই ভিআইপি দেরও নাকি ভাড়া দিতে হবে! কি আর করা....অগত্যা ভিআইপি মার্কা একটা টাকা দিয়ে দিলাম
রাস্তাটা খুব তাড়াতাড়িই ফুরিয়ে গেল । এক গহীন বনে ঢুকে পড়লাম আমরা ভোজন করতে । খেলা-ধূলাটাও যে ভোজনের একটা অংশ তা এই বনে এসেও প্রমাণিত হল ! খেলা..খাওয়া...খেলা ..আবার খাওয়া !!! মেয়েদের একটা খেলা ছিল......চেয়েছিলাম এই মুহূর্তটাতে পালাতে.....কিন্তু পালাতে পারলাম না.....বসতেই হলো!
কোন সময় যেন ঝুপ করে আঁধার নেমে এল। ঢাকার পানে রওনা দিলাম সবাই। রাস্তা যেন আর ফুরায় না। গাড়ির পেছনে নাকি সিন্ডিকেট বসেছিল, আরো নাকি কি কি হয়েছিল আধা ঘুমন্ত আর আধা জাগ্রত অবস্থায় তা ধরতে পারি নি! আট টা, নয়টা, নয়টা পনেরো.....অসুস্থ রাস্তা-ঘাট পেরিয়ে অবশেষে শাহবাগে নেমেই দৌড় দিলাম হলের দিকে .....নইলে হলের দাদুরা আর ঢুকতে দেবে না !
আমার ভান্ডারে যা যেটুকু জমা করেছিলাম :
গজার বন:
বনের মধ্যে নদী:
---------------------------------------------------------------------
(অ.ট: দু:খিত, আমি পিকনিক রিলেটেড কোন ছবি দিতে পারি নাই, কারণ, মানুষের ছবি সেদিন তেমন একটা তুলতে পারি নাই! যা যেটুকুন তুলেছি বেশিরভাগই প্রকৃতির....আর মানুষের ছবি যেগুলো আছে সে গুলো ব্যক্তিগত, তাই এখানে দেইনি! আর আমি এখন পরীক্ষা নামক বলয়ে বাস করছি, তাই পোস্টটা অনেকটা তড়ি-ঘড়ি মার্কা দায়সারা গোছের!)