"সুশিক্ষা স্পর্শমণি যাহাকে স্পর্শ করে সেই সুবর্ণ হয়"-- এই উক্তির ধারক-বাহক সেই মহিয়সী নারী বেগম রোকেয়ার আজ ১৩১তম জন্ম-বার্ষিকী। তার স্মৃতিতে প্রতিষ্ঠিত ঢাবির রোকেয়া হল ও হলের রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি বছর এই রোকেয়া দিবস পালন করে। সেই ধারাবাহিকতায় আজও করেছে।
সকাল ৯টায় ছিল Rally. তার আগে হলের রোকেয়া বেদীতে পুষ্পস্তবক অর্পন করতে আসে ছাত্র ফ্রন্ট, বিপ্লবী নারী সংহতি, ইডেন কলেজ সহ আরো অনেক সংগঠন:

এরপর শুরু হয় ভিসি স্যার ও প্রভোস্ট ম্যামের নেতৃত্বে রোকেয়া হলের Rally. কলাভবন ঘুরে টিএসসিতে এসে শেষ হয়।
আসল আকর্ষণ ছিল বিকেল চারটা থেকে। রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা। বক্তৃতার মধ্যমণি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রোকেয়া চেয়ার অধ্যাপক হাসনা বেগম, ঢাবির ভিসি স্যার, ট্রেজারার স্যার ও অন্যরা।
সবশেষে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হল লাউঞ্জের সামনে রোকেয়ার ১৩১ তম জন্ম-বার্ষিকী স্মরণে ১৩১ টি বাতি প্রজ্জ্বলন।
ভিসি স্যারের বাতি প্রজ্জ্বলন:
রোকেয়া চেয়ার হাসনা ম্যামের বাতি প্রজ্জ্বলন:
রোকেয়া হলের প্রভোস্ট নাজমা শাহীন ম্যামের বাতি প্রজ্জ্বলন:
সবার বাতি জ্বালানো শেষে আমাদের হল লাউঞ্জের আলোকিত চত্বর: