ঈদটাতো এসেই গেল....প্রায় দোড়গোড়ায়। আগে ছোটবেলায় দিন গুনতাম ।এখন আর দিন গোনা হয় না। আমার ঈদ (শুধু আমার নাকি আরো অনেকেরই!) এখন মাঝখান থেকে চির ধরে দুই ভাগ হয়ে গেছে ! একভাগের নাম দিয়েছি সেকাল আর একভাগ একাল।
..............
সেকালের কথা দিয়েই শুরু করি। তখন সাল টা ৯৬ থেকে ৯৯ এর মধ্যে। সবচেয়ে আনন্দের সময় ছিল তখন । পয়লা রোজা থেকেই শুরু হত দিন গোনা ।গুনতে গুনতে ঈদের আগের সন্ধ্যা আসত । শুরু হত ঈদ কার্ড চালাচালি ।ক্লাস সিক্স পর্যন্ত ঈদের আগের দিন বিকেলে চালাচালি হত । সেভেন থেকে ইন্টার পর্যন্ত যেদিন মাদরাসায় ঈদের বন্ধ দিত সেদিন চালাচালি করতাম। তারপরে চাঁদ দেখা । আমাদের তো মাঠ নেই । তাই হয় ছাদ নয়ত রাস্তা। আমি ইফতারী খেতে খেতে রাস্তার উপরে চলে যেতাম সবার সাথে মজা করে চাঁদ দেখতে । চাঁদ মামার ( ও বলাই হয় নি .....চাঁদ কিন্তু সত্যিই আমার মামা....আমার মেজো মামা



ছোটবেলায় চালাচালি হওয়া কয়েকটা ঈদকার্ড এখনো আমার কাছে আছে :
১..
২..
৩...
৪...
..............
....................
এবার আমার ঈদের একাল......
একালের ঝুলিতে আর কিছুই নেই...ঝুলি পুরা ফাঁকা । কেউ আর আমারে ঈদকার্ড দেয় না। ভার্সিটি থেকে বাসায় ফিরি আধা মাস আগেই । তাই ফ্রেন্ডদের কাছে পাইনা । সবাই যায় গ্রামের বাড়ি....তাই ডিজিটাল পদ্ধতিও খাটে না


কেন যে বড় হলাম ! ছোট হতে খুব ইচ্ছে করে !কিন্তু যে পারি না !এবার তাহলে ছোট টা হয়েই যাই ! আলাদিনের প্রদীপটা আমারে ছোটবেলায় ফিরিয়ে দিবে......তারপরে আবার সবার সাথে বেলুন হাতে নিয়ে ঘুরব আর মজা করব !!
এই যাহ ...! আমার ভাঙ্গা ঈদের দুই ভাগের প্যাচাল পাড়তে পাড়তে আসল কাজই যে এখনও হলো না!!!
সবাইকে আগাম ঈদ মোবারক !
