সূর্য দেব কে আলিঙ্গন করে,
অগ্নীদেবের লেলিহান অগ্নীশিখা চুম্বন করে
আমি শক্ত দৃঢ়।
আমার অস্তিত্ব রয়েছে গগন চুম্বি ইমারত থেকে কুঁড়ে ঘরে।
কবর বা মঠের ভিত গড়তেও আমি অনস্বীকার্য।
শুধু কী গগনচুম্বী ইমারত, কবর কিম্বা মঠ?
তা তো নই?
মনেপড়ে, সেইবার তোমাদের বর্বর স্বভাবের ব্যারিকেড ভেঙে-
তাক করা বন্দুকের নল উপেক্ষা করে,
বর্ষিত হলাম তোমাদের উপর।
আমাকে উদ্ধত হস্তে উঠে আসতে দেখে ,
অজানা আতঙ্কে শিউরে উঠেছিলে তোমরা সব্বাই।
আমারই আঘাতে, তোমাদের আপাদ মস্তক-
রক্ত চাদরে পড়েছিল ঢাকা।
তোমাদের ত্রাহি ত্রাহি রবে কেঁপেছিল ধরিত্রী ।
যুগ যুগ ধরে নিপিড়িত সহায়সম্বলহীন মানুষদের
ইঁট- বিদ্রোহের ভাষা ।।