প্রতিদিন ক্লান্ত হই, আবার
কখন কখন হারতেও হয়।
আজ পর্যন্ত বুঝতে পারিনি-
কাজ করার জন্য বেঁচে আছি? নাকি
বেঁচে থাকার জন্য কাজ করছি?
ছোট বেলায় সব চেয়ে অধিকবার,
যে প্রশ্নটা করেছিল সবাই-
বড় হয়ে কী হবে?
এত দিনের পর তার প্রকৃত উত্তর পেয়েছি,
আবার ছোট হতে চাই?
যখন পকেটে থাকে টাকা,তখন
এই পৃথিবীর রুপ,রস,গন্ধ সব আমার।
আবার যখন পকেট খালি-
স্বার্থপর বলে মনে হয় এই চেনা পৃথিবী।
জীবন টা সত্যি একটা রঙ্গমঞ্চ,
আর আমরা এক একজন নাট্যকর্মী।
এই বিশাল তবিহতে কোন কিছু জ্বালানোর জন্য,
মাছিস বা আগুনের দরকার হয় না।
এখানে মানুষ মানুষ কে দেখে জ্বলে।
বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা জানার চেষ্টায় ব্যাস্ত,
মঙ্গল গ্রহে মানুষ আছে কিনা?
জানার চেষ্টা করে না কেউ,
মানুষের জীবনে-মঙ্গল আছে কিনা।