আপনারা হয়ত অনেকেই জানেন এই বইমেলাতে আমিও একটি বই বের করার দুঃসাহস করেছি। সবই ব্লগারদের উৎসাহ অনুপ্রেরণাতে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হল পরীক্ষার জন্য আমার নিজেরই মেলাতে যাওয়া হচ্ছে না। জ্বী আমি এক হতভাগী মেডিক্যাল স্টুডেন্ট যার প্রায় সময়ই এক্সাম থাকে! তবুও কিছু অসাম মানুষের জন্য আমার মেলা না যেতে পারার দুঃখ কিছু লাঘব হয়েছে। মেলা ঘরেতেই কিছুটা হলেও আমার এসে ধরা দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তাই ব্লগার আমিনুর রহমান জেসন, ব্লগার মামুন রশিদ, ব্লগার কান্ডারী অথর্ব , ব্লগার সেলিম আনোয়ার, ব্লগার স্বপ্নবাজ অভি, ব্লগার আশরাফুল ইসলাম দুর্জয়, ব্লগার ব্যাক পকেটের চিঠি ছবিটার জন্য। সত্যি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও ইনবক্সে অনেকেই অনেকের মতামত জানাচ্ছেন। সেটাও ইনজয় করছি খুব। সত্যি আমার এই বোরিং সময়কে আনন্দদায়ক করতে আপনাদের অবদান অনেক। তাই অজস্র কৃতজ্ঞতা।
এবার আমার বই ''নৈশব্দের জলছবি'' সম্পর্কে কিছু বলি। এটি একটি কবিতার বই। মেলাতে ৩৩৩,৩৩৪ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারীতে। একটা হঠাৎ সিদ্ধান্তে এই বই প্রকাশের উদ্যোগ। পরীক্ষার জন্য বই পাবলিশ সংক্রান্ত কাজগুলোতে আমি নিজে সরাসরি পারটিসিপেট করতে পারিনি। সব কাজ অন্যরা করে দিয়েছেন। তবুও যা হয়েছে তাতে আমি খুশি। তারপরেও মেলা শুরু হওয়ার আগে খুব চিন্তিত ছিলাম। কিন্তু এখন বেশ ভালো লাগছে। সেই সাথে ভালো লাগছে এত গুলো ব্লগারের বই দেখে। আমি সব গুলো কেনার আশা রাখি। আমার পরীক্ষা শেষ হলে সবগুলো সংগ্রহ করব ইনশাআল্লাহ।
আগে বইমেলাতে আমার অপেক্ষা থাকতো হুমায়ুন আহমদের বইয়ের জন্য। কিন্তু এখন তিনি নেই। সাহিত্যজগতের অপরিমেয় ক্ষতি। ওনাকে মিস করছি খুব। তবুও প্রত্যাশা আরো অনেক ভালো লেখক এসে তার অভাব কিছুটা হলেও পুরণ করবেন। এবং এটা ব্লগারদের দ্বারা সম্ভব আরো সহজে। আমি প্রাউড করে বলতে পারি আমার ব্লগার বন্ধুরা অনেক ভালো লিখেন। তাই এখন থেকে অপেক্ষা ব্লগারদের বইয়ের জন্য। আমার ধারণা ব্লগারদের বই এক সময় সারা দেশে অনেক নাম করতে সক্ষম হবে। তখন প্রাউড করে বলতে পারব ''দেখুন এই ব্লগার আমার পরিচিতি। তার সাথে আমি ব্লগে লিখেছি।'' আমার নিজের ইচ্ছে আমার যদি কখনো বাড়ি হয় একটা লাইব্রেরী বানাবো। তার এক সাইডে রাখব ব্লগারদের বই। সত্যি এই স্বপ্নগুলো খুব সুন্দর।
পোষ্ট উৎসর্গঃ ব্লগার আমিনুর রহমান জেসন, ব্লগার মামুন রশিদ, ব্লগার কান্ডারী অথর্ব , ব্লগার সেলিম আনোয়ার, ব্লগার স্বপ্নবাজ অভি, ব্লগার আশরাফুল ইসলাম দুর্জয়, ব্লগার ব্যাক পকেটের চিঠি।
ছবি কৃতজ্ঞতাঃ ব্লগার ব্যাক পকেটের চিঠি , ব্লগার স্বপ্নবাজ অভি, ব্লগার আশরাফুল ইসলাম দুর্জয়।